আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠক, ঢাকা ছাড়লেন জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠক, ঢাকা ছাড়লেন জামায়াত আমির

যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

এ সময় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানান।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্ব-নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে ডা. শফিকুর রহমানের এই লন্ডনযাত্রা। তার সফরসঙ্গী হিসেবে পিএস নজরুল ইসলাম রয়েছেন।

এ বিষয়ে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, বৃটিশ সরকারের সঙ্গে বৈঠকের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় বুধবার সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জামায়াত আমির। সেখানে আরো কিছু কাজ শেষে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে যাবেন তিনি।

সবকিছু ঠিক থাকলে জামায়াত আমির আগামী ২১ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানান তিনি।

তবে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের কোনো সাক্ষাৎ হবে কি না- এমন প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন