তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি তার প্রতি সম্মান জানিয়ে আজ বাতিল করা হয় বিপিএলের দুই ম্যাচ। দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস এবং দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্স মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে সকালে এই দুই ম্যাচ বাতিল ঘোষণা করে। তখন জানানো হয়, দ্রুতই জানিয়ে দেওয়া এই দুই ম্যাচের পরবর্তী সূচি।
আজ বিকালে বিসিবির ফেসবুক পেজে দুই ম্যাচের সূচি প্রকাশ করা হয়। বিসিবির পক্ষ থেকে জানানো হয় আগামীকাল বেলা ৩টায় দিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। এই ম্যাচে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স।
বিপিএলের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল কোনো ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল না। তবে ঘণ্টা দুয়েক পর এই সূচিতেও আসে পরিবর্তন। জানানো হয়েছে, আগামী ৪ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে এই দুই ম্যাচ। তবে কোন সময়ে ম্যাচ দুটি আয়োজন করা হবে সে বিষয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

