ওয়ানডে সিরিজে শঙ্কায় তাসকিন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১১ জুন ২০২৫, ২৩: ৩২

গোড়ালির ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের পাশাপাশি আরব আমিরাত ও পাকিস্তান সফরে ছিলেন না তাসকিন আহমেদ। একই কারণে শ্রীলঙ্কা সফরে আসন্ন টেস্ট সিরিজও মিস করবেন তিনি। সুস্থ হয়ে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সিরিজে এমন নিশ্চয়তাও পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। বিসিবি সূত্রে জানা গেছে এই তথ্য।

বিজ্ঞাপন

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দৈনিক আমার দেশকে জানান, এখন পর্যন্ত শ্রীলঙ্কা সিরিজে তাসকিনের খেলার ব্যাপারে তারা কোনো সবুজ সংকেত পাননি। ফলে তাসকিনকে ঠিক কোন সিরিজে পাওয়া যাবে এই ব্যাপারে নিশ্চিত নন তারা।

অন্যদিকে বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৭০ শতাংশ ফিট হয়ে উঠেছেন তাসকিন আহমেদ। লন্ডনে দেওয়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জুনের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে অনুযায়ী তার ফিটনেসের সবশেষ অবস্থা জানা যাবে আগামী ২০-২২ জুনের মধ্যে। তখনই নিশ্চিত হওয়া যাবে তাসকিনকে শ্রীলঙ্কা সিরিজে পাওয়া যাবে কি না।

অন্যদিকে, তাসকিনের ইনজুরির ব্যাপারে পাওয়া গেছে আরেকটি তথ্য। বোলিংয়ের সময় গোড়ালিতে খুব একটা ব্যথা অনুভব করছেন না তিনি। তবে বোলিংয়ের পর মাথা চাড়া দিয়ে উঠছে ব্যথা। ফলে আরও খানিকটা সময় তাকে নিয়ে অপেক্ষা করতে চায় বিসিবির মেডিক্যাল বিভাগ। পুরোপুরি সুস্থ হয়ে না উঠলে হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজও মিস করে যেতে পারেন এই ডানহাতি পেসার।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত