আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লা লিগা

এমবাপ্পের গোলে জিতল রিয়াল

স্পোর্টস ডেস্ক
এমবাপ্পের গোলে জিতল রিয়াল

দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। সময়টাও ভালো যাচ্ছে। খেলছেও দারুণ। এক কথায় অপ্রতিরোধ্য একটি দল। ছন্দময় ফুটবলের পসরা সাজিয়ে স্প্যানিশ লিগে দলটি তুলে নিল আরও একটি অনায়াস জয়। লা লিগায় এ নিয়ে রিয়াল পাঁচ ম্যাচ খেলে পেল পঞ্চম জয়ের দেখা। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়েও শতভাগ জয় তুলে নিল কোচ জাবি আলোনসোর দল। ছয় ম্যাচ খেলে রিয়াল পেল ষষ্ঠ জয়। তার মানে চলতি মৌসুমে এখন পর্যন্ত রিয়াল অজেয়। নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে এসপানিওলকে ২-০ গোলে হারিয়েছে মাদ্রিদের জায়ান্ট ক্লাবটি।

বিজ্ঞাপন

এ ম্যাচে কোচ আলোনসো একাদশে চমকে দেন ফুটবল অনুরাগীদের। আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পের সঙ্গী করে দেন গঞ্জালো গার্সিয়াকে। তবে ম্যাচের প্রথম গোলটা দেন এদের মিলিতাও! ৩০ গজ দূর থেকে আক্রমণ শানাণ মিলিতাও। কিন্তু আক্রমণটা রুখে দিতে পারেননি এসপানিওলের রক্ষণভাগ। মিলিতাওয়ের ক্ষিপ্রগতির শটে বোকা বনে যান দলটির গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ।

রিয়ালকে নাস্তানাবুদ করার কম চেষ্টা করেনি এসপানিওল। ফার্নান্দো ক্যালেরো ও টাইরিস ডলান গোলের সুযোগ পেলেও পারেননি থিবো কোর্তোয়ার চোখকে ফাঁকি দিতে। উল্টো বিরতির পর খেলা শুরু হতেই দুর্দান্ত ছন্দে থাকা এমবাপ্পে ডি-বক্সের বাইরে থেকে চোখ ধাঁধানো শটে জয়ের ব্যবধান দ্বিগুণ করেন।

একনজরে ফল

রিয়াল মাদ্রিদ ২-০ এসপানিওল

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন