
স্পোর্টস ডেস্ক

বাজে সময়ের বৃত্ত থেকে বের হতে পারছে না লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের পরাজয়ের পর এবার ঘরোয়া আসর লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছে ১০ বারের রেকর্ড চ্যাম্পিয়নরা। লিগে টানা চার হারের পর লিগ কাপে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে তারা। লিভারপুলের এমন দুর্দশার দিনে অবশ্য জয় তুলে নিয়েছে আর্সেনাল, চেলসি ও ম্যানচেস্টার সিটি। ব্রাইটনকে ২-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে আর্সেনাল। ঘরের মাঠে ওলভসকে ৪-৩ গোলে হারিয়েছে চেলসি। সোয়ানসি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানসিটি।
লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় প্যালেস। তাদের হয়ে প্রথম হাফে দুটি গোল করেন ইসমাইলা সার। আর দ্বিতীয় হাফে গোল করে লিভারপুলের বড় হার নিশ্চিত করেন ইয়েরেমি পিনো। ম্যাচের ৭৯ মিনিটে লাল কার্ড দেখেন লিভারপুলের তরুণ ডিফেন্ডার আমারা নাল্লো। আর্সেনালের ২-০ গোলের জয়ে গোল করেছেন বুকায়ো সাকা এবং এনওয়ারি। এদিকে, প্রথম হাফে তিন গোল দেয়া চেলসি দ্বিতীয় হাফে দুই গোল হজম করে। এরপর নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে আরো এক গোল করে চেলসি। তবে যোগ করা সময়ে এক গোল শোধ দেয় ওলভস। কিন্তু শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি তারা। ম্যানচেস্টার সিটির ৩-১ গোলের জয়ে গোল করেছেন চেরকি, মারমুশ এবং জেরিমি ডকু।
চেলসির বিদায়ের পর ম্যাচ শেষে তাদের কোচ স্লট বলেন, ‘ফুটবলে হার মানে ধাক্কা, বিশেষ করে সেটি যদি টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়। সাত ম্যাচে ছয় পরাজয়ের কোনো কারণই গ্রহণযোগ্য নয়। লিভারপুলের মতো দলের জন্য এটি অগ্রহণযোগ্য ফলাফল।’ শেষ আটের লড়াইয়ে চেলসি মুখোমুখি হবে কার্ডিফ সিটির। ম্যানচেস্টার সিটি পেয়েছে ব্রেন্টফোর্ডকে। ফুলহ্যাম মাঠে নামবে নিউক্যাসলের বিপক্ষে। আর্সেনাল লড়বে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে।

বাজে সময়ের বৃত্ত থেকে বের হতে পারছে না লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের পরাজয়ের পর এবার ঘরোয়া আসর লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছে ১০ বারের রেকর্ড চ্যাম্পিয়নরা। লিগে টানা চার হারের পর লিগ কাপে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে তারা। লিভারপুলের এমন দুর্দশার দিনে অবশ্য জয় তুলে নিয়েছে আর্সেনাল, চেলসি ও ম্যানচেস্টার সিটি। ব্রাইটনকে ২-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে আর্সেনাল। ঘরের মাঠে ওলভসকে ৪-৩ গোলে হারিয়েছে চেলসি। সোয়ানসি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানসিটি।
লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় প্যালেস। তাদের হয়ে প্রথম হাফে দুটি গোল করেন ইসমাইলা সার। আর দ্বিতীয় হাফে গোল করে লিভারপুলের বড় হার নিশ্চিত করেন ইয়েরেমি পিনো। ম্যাচের ৭৯ মিনিটে লাল কার্ড দেখেন লিভারপুলের তরুণ ডিফেন্ডার আমারা নাল্লো। আর্সেনালের ২-০ গোলের জয়ে গোল করেছেন বুকায়ো সাকা এবং এনওয়ারি। এদিকে, প্রথম হাফে তিন গোল দেয়া চেলসি দ্বিতীয় হাফে দুই গোল হজম করে। এরপর নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে আরো এক গোল করে চেলসি। তবে যোগ করা সময়ে এক গোল শোধ দেয় ওলভস। কিন্তু শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি তারা। ম্যানচেস্টার সিটির ৩-১ গোলের জয়ে গোল করেছেন চেরকি, মারমুশ এবং জেরিমি ডকু।
চেলসির বিদায়ের পর ম্যাচ শেষে তাদের কোচ স্লট বলেন, ‘ফুটবলে হার মানে ধাক্কা, বিশেষ করে সেটি যদি টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়। সাত ম্যাচে ছয় পরাজয়ের কোনো কারণই গ্রহণযোগ্য নয়। লিভারপুলের মতো দলের জন্য এটি অগ্রহণযোগ্য ফলাফল।’ শেষ আটের লড়াইয়ে চেলসি মুখোমুখি হবে কার্ডিফ সিটির। ম্যানচেস্টার সিটি পেয়েছে ব্রেন্টফোর্ডকে। ফুলহ্যাম মাঠে নামবে নিউক্যাসলের বিপক্ষে। আর্সেনাল লড়বে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে যখন জাকের আলী ব্যাটিংয়ে নামেন সাগরিকাজুড়ে তখন দুয়োধ্বনি শুনতে হয় তাকে। অথচ এটাই হতে পারতো হাততালিতে তাকে উৎসাহ জানানোর উপলক্ষ। কিন্তু ব্যাট হাতে তার সাম্প্রতিক ফর্ম এতোটাই বাজে যে নিজ মাঠের গ্যালারি থেকেও সমর্থন পাচ্ছেন না তিনি!
২৪ মিনিট আগে
আগামী ১৮ নভেম্বর আফগানিস্তান ও মিয়ানমারের এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটি বসুন্ধরা কিংস অ্যারেনায় হওয়ার কথা ছিল। এই ম্যাচের আগে ১৩ নভেম্বর বাংলাদেশ ও আফগানিস্তান একটি প্রীতি ম্যাচ খেলার সূচি ছিল। কিন্তু সবকিছু চূড়ান্ত হলেও হঠাৎ করে মিয়ানমার জানায়, বাংলাদেশে এসে ম্যাচটি খেলবে না তারা।
১ ঘণ্টা আগে
বাহরাইনে এশিয়ান যুব গেমসে কাবাডি, গলফ ও কুস্তিতে পদকের প্রত্যাশা ছিল। এই গেমসে শুধু কাবাডি থেকে দুটি পদক এসেছে। এবার বাংলাদেশের সামনে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠেয় ইসলামিক সলিডারিটি গেমস।
২ ঘণ্টা আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে