মিয়ানমার না আসায় বাফুফের অভিযোগ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ২২: ০০

আগামী ১৮ নভেম্বর আফগানিস্তান ও মিয়ানমারের এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটি বসুন্ধরা কিংস অ্যারেনায় হওয়ার কথা ছিল। এই ম্যাচের আগে ১৩ নভেম্বর বাংলাদেশ ও আফগানিস্তান একটি প্রীতি ম্যাচ খেলার সূচি ছিল। কিন্তু সবকিছু চূড়ান্ত হলেও হঠাৎ করে মিয়ানমার জানায়, বাংলাদেশে এসে ম্যাচটি খেলবে না তারা। ফলে বাতিল হয়ে যায় বাংলাদেশ-আফগান ম্যাচটিও। যদিও পরে একই দিন (১৩ নভেম্বর) আফগানিস্তানের পরিবর্তে নেপালকে প্রতিপক্ষ হিসেবে চূড়ান্ত করেছে বাংলাদেশ। সবকিছু চূড়ান্ত করার পর মিয়ানমার ঢাকায় না আসায় এএফসির কাছে আনুষ্ঠাকি অভিযোগ জানিয়েছে ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, এএফসির কাছ থেকে তারা যে চিঠি পেয়েছেন, সেখানে আফগানিস্তান ও মিয়ানমারের মধ্যকার ম্যাচ স্থগিতের কারণ হিসেবে ‘অপ্রতুল সময়’ উল্লেখ করা হয়েছে। কিন্তু এই যুক্তিতে সন্তুষ্ট হতে পারেনি বাফুফে। এ কারণে এএফসি ও মিয়ানমার ফুটবল ফেডারেশনের কাছে চিঠি দিয়ে ‘আনুষ্ঠানিক আপত্তি’ জানিয়েছে বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি সিদ্ধান্ত ‘পুনর্বিবেচনা বা বিকল্পভাবে’ মিয়ানমার-আফগানিস্তানের ১৮ নভেম্বরের ম্যাচটি ‘স্থগিত’ রেখে ২০২৬ সালের মার্চ মাসে বাংলাদেশেই আয়োজনের অনুরোধ জানিয়েছে বাফুফে।

বিজ্ঞাপন

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ফুটবল

জকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আউট, ফাইনালে ভারতের মেয়েরা

ভারত ভাগ হয়নি, ১৯৪৭ সালে পাকিস্তান-ভারত দুই স্বাধীন দেশ জন্মেছিল

প্রহসনের নির্বাচনের চিন্তা করলে ছাত্র-জনতা রাজপথে নেমে আসবে

জবিতে ভর্তি পরীক্ষা পরিচালনায় ১০ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত