আন্তর্জাতিক ক্রিকেটে নাহিদ রানার পথচলা বেশিদিনের নয়। এরই মধ্যে গতিময় বোলিং দিয়ে বিশ্ব ক্রিকেটে নিজের জানান দিয়েছেন এই তরুণ পেসার। এবার তার গতির প্রশংসা করলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার রাচিন রবীন্দ্র।
চ্যাম্পিয়নস ট্রফিতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশে ছিলেন রানা। আইসিসির কোনো টুর্নামেন্টে এটা তার প্রথম ম্যাচ। রানার স্মরণীয় ম্যাচটিতে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ২৩৬ রানের পুঁজি নিয়ে শুরুতেই নিউজিল্যান্ডকে চেপে ধরে তারা। যদিও রবীন্দ্র’র ১১২ ও টম লাথামের ৫৫ রানের ইনিংসের কারণে আর পেরে উঠেনি বাংলাদেশ।
দল হারলেও বল হাতে দারুণ ছিলেন রানা। গতির সঙ্গে তার লাইন-লেন্থও ছিল অসাধারণ। ৯ ওভারে খরচ করেন ৪৩ রান। বিনিময়ে তুলে নেন অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসনের উইকেট।
রানার প্রশংসা করতে গিয়ে রবীন্দ্র করেন, ‘বাংলাদেশের বোলিং লাইন দারুণ। তাসকিন, মোস্তাফিজরা বাংলাদেশের হয়ে অনেক ক্রিকেট খেলেছে। তাদের সঙ্গে এখন রানা যোগ দিয়েছে। সে অসাধারণ প্রতিভাবান একজন বোলার। তার উন্নতি করতে দেখাটা ভালো লাগছে। আশা করি তার বিপক্ষে আরও খেলতে পারব।’
‘ম্যাচে বাংলাদেশের বোলাররা আমাদের চাপে রেখেছি। টম লাথাম আমাকে ভালো সঙ্গ দিয়েছে। সে দারুণ একজন ব্যাটার। সে অভিজ্ঞ ক্রিকেটার। সে আগে দলেরি অধিনায়কত্ব করেছে। নিউজিল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছে। তার সঙ্গে জুটি গড়ে ম্যাচ এগিয়ে নিয়েছি। এমন রান তাড়া করার ক্ষেত্রে সুবিধা হলো খুব বেশি তাড়াহুড়ো করতে হয় না। ভালো শট খেললেই এগিয়ে যাওয়া যায়। যোগ করেন রবীন্দ্র।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

