আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আর্চার ও টাং

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আর্চার ও টাং

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ১৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন দুই পেসার জোফরা আর্চার ও জশ টাং। দল থেকে বাদ পড়েছেন জেমি স্মিথ। ফিরেছেন বেন ডাকেট। একই দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। সিরিজ শেষে চূড়ান্ত করা হবে বিশ্বকাপের দল।

আর্চার বর্তমান সময়ে সবচেয়ে চোটপ্রবণ পেসার। চোটের সঙ্গে লড়াই করেই কেটে যাচ্ছে তার সময়। তবে বিশ্বকাপের আগেই ফিট আর্চারকে পাবেন বলে আশাবাদী ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম। সংক্ষিপ্ত সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকা জশ টাং দলের স্ট্রাইক বোলার হবেন বলেই বিশ্বাস কোচ ও অধিনায়কের। তাদের বিশ্বাস, ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এ পেসার ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বাজির ঘোড়া’ হবেন।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। আগামী ২২ জানুয়ারি ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে এই সফর। ৩ ফেব্রুয়ারি শেষ হবে টি-টোয়েন্টি সিরিজ।

শ্রীলঙ্কায় ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের প্রাথমিক দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার (বিশ্বকাপের জন্য), টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স (শ্রীলঙ্কা সফরের জন্য), স্যাম কুরান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং ও লুক উড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...