স্পোর্টস ডেস্ক
লিভারপুল ছেড়ে কিছুদিন আগে বায়ার্ন মিউনিখে যোগ দেন লুইস দিয়াজ। জার্মান সুপার কাপের ফাইনালে স্টুটগার্টের বিপক্ষে ম্যাচ দিয়ে বুন্দেসলিগা জায়ান্টদের জার্সিতে অভিষেক হয় এই লেফট উইঙ্গারের। ম্যাচটিতে ২-১ গোলের জয়ে শিরোপা জিতেছে বায়ার্ন।
বায়ার্নের শিরোপা জেতার পথে একবার জালে দেখা পান দিয়াজ। সব মিলিয়ে জার্মানির শীর্ষ ক্লাবটিতে ২৮ বছর বয়সী ফুটবলারের অভিষেকটা হলো স্বপ্নের মতো- বেশ স্মরণীয়।
স্টুটগার্টের মাঠ এইএইচপি অ্যারেনায় বল দখলে কিছুটা এগিয়ে ছিল বায়ার্ন। তবে আক্রমণে দুই দলের মধ্যে লড়াই হয়েছে বেশ। বায়ার্নের নেওয়া ১৭ শটের মধ্যে তিনটি লক্ষ্যে ছিল। বিপরীতে ১৪ শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে রাখে স্বাগতিকরা।
একের পর এক আক্রমণে বায়ার্ন রক্ষণভাগ ও গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারকে ব্যস্ত রাখে স্টুটগার্ট। তবে কাজের কাজ গোল করার দিক থেকে পিছিয়ে ছিল তারা। স্বাগতিক ফরোয়ার্ডদের নেওয়া বেশ কিছু শট ঠেকিয়ে বায়ার্নের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ন্যুয়ার। ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।
স্টুটগার্টকে হতাশ করে ১৮ মিনিটে লিড নেয় বায়ার্ন। নিজেদের ডি বক্সে স্টুটগার্টের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগ কাজে লাগিয়ে গোল করেন হ্যারি কেইন। ৭৭ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় সফরকারী দল।
ডি বক্সের ফাঁকায় সার্জি জিন্যাব্রির বাড়ানো বলে লক্ষ্যভেদ করেন দিয়াজ। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্টুটগার্টের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন জেমি লেভেলিং।
বায়ার্নের বুন্দেসলিগার মিশন শুরু হবে আগামী ২৩ আগস্ট। আলিয়াঞ্জ অ্যারেনায় সেদিন আরবি লাইপজিগকে আতিথেয়তা দেবে ভিনসেন্ট কোম্পানির দল।
লিভারপুল ছেড়ে কিছুদিন আগে বায়ার্ন মিউনিখে যোগ দেন লুইস দিয়াজ। জার্মান সুপার কাপের ফাইনালে স্টুটগার্টের বিপক্ষে ম্যাচ দিয়ে বুন্দেসলিগা জায়ান্টদের জার্সিতে অভিষেক হয় এই লেফট উইঙ্গারের। ম্যাচটিতে ২-১ গোলের জয়ে শিরোপা জিতেছে বায়ার্ন।
বায়ার্নের শিরোপা জেতার পথে একবার জালে দেখা পান দিয়াজ। সব মিলিয়ে জার্মানির শীর্ষ ক্লাবটিতে ২৮ বছর বয়সী ফুটবলারের অভিষেকটা হলো স্বপ্নের মতো- বেশ স্মরণীয়।
স্টুটগার্টের মাঠ এইএইচপি অ্যারেনায় বল দখলে কিছুটা এগিয়ে ছিল বায়ার্ন। তবে আক্রমণে দুই দলের মধ্যে লড়াই হয়েছে বেশ। বায়ার্নের নেওয়া ১৭ শটের মধ্যে তিনটি লক্ষ্যে ছিল। বিপরীতে ১৪ শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে রাখে স্বাগতিকরা।
একের পর এক আক্রমণে বায়ার্ন রক্ষণভাগ ও গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারকে ব্যস্ত রাখে স্টুটগার্ট। তবে কাজের কাজ গোল করার দিক থেকে পিছিয়ে ছিল তারা। স্বাগতিক ফরোয়ার্ডদের নেওয়া বেশ কিছু শট ঠেকিয়ে বায়ার্নের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ন্যুয়ার। ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।
স্টুটগার্টকে হতাশ করে ১৮ মিনিটে লিড নেয় বায়ার্ন। নিজেদের ডি বক্সে স্টুটগার্টের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগ কাজে লাগিয়ে গোল করেন হ্যারি কেইন। ৭৭ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় সফরকারী দল।
ডি বক্সের ফাঁকায় সার্জি জিন্যাব্রির বাড়ানো বলে লক্ষ্যভেদ করেন দিয়াজ। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্টুটগার্টের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন জেমি লেভেলিং।
বায়ার্নের বুন্দেসলিগার মিশন শুরু হবে আগামী ২৩ আগস্ট। আলিয়াঞ্জ অ্যারেনায় সেদিন আরবি লাইপজিগকে আতিথেয়তা দেবে ভিনসেন্ট কোম্পানির দল।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৯ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে