চ্যাম্পিয়নস ট্রফি

স্পোর্টস রিপোর্টার

দাপুটে ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকান কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র। দুজনের জাদুকরী তিন অঙ্ক ছোঁয়ায় নিউজিল্যান্ড পেয়ে যায় ৩৬২ রানের হিমালয়সম পুঁজি। রান তাড়ায় টেম্বা বাভুমার সঙ্গে রসি ফন ডার ডুসেন শতরানে পৌঁছতে চেষ্টার কোনো ত্রুটি রাখলেন না। শেষে লড়াই করলেন ডেভিড মিলারও। 'কিলার' মিলার শেষ দিকে লড়াই করলেন একাই। সেঞ্চুরিও মিলল তার ব্যাটে। তবে লাভ হলো না। দক্ষিণ আফ্রিকা লিখল ব্যর্থতার গল্প। প্রোটিয়াদের ব্যাটিং থামল শেষে ৩১২ রানে। ৫০ রানের দুরন্ত জয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের টিকিট কাটল নিউজিল্যান্ড। রোববারের শিরোপা নির্ধারণী ম্যাচে কিউদের প্রতিপক্ষ ভারত।
মিলার (১০০*) সান্ত্বনার সেঞ্চুরি আদায় করলেন ৬৭ বলে।দুর্দান্ত ইনিংসটি সাজান ১০ বাউন্ডারি ও ৪ ছক্কায়। তার সঙ্গে ফিফটির দেখা পান ডার ডুসেন (৬৯) ও বাভুমা (৫৬)।
চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ৩৬২ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। সেরা আট দলের টুর্নামেন্টের ইতিহাসে এটা সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার দখলে। চলতি আসরে ইংল্যান্ডের বিপক্ষে লক্ষ্য তাড়ায় ৩৫৬ রান করেছিল অজিরা।
রান পাহাড় গড়তে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১০৮ রানের ইনিংস খেলেন রাচিন রবীন্দ্র। ১০১ বলে ১৩ চারের পাশাপাশি একটি ছয় মারেন তিনি। ৯৪ বলে ১০২ রান করেন উইলিয়ামসন। তার ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও ২ ছয়ের সাহয্যে।
নিউজিল্যান্ডের ইনিংসে সমান ৪৯ রান এনে দেন গ্লেন ফিলিপস ও ড্যারেল মিচেল। এছাড়া উইল ইয়াং ২১ ও মাইকেল ব্রেসওয়েল করেন ১৬ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন লুঙ্গি এনগিদি। ৭২ রান দেন এই পেসার। ৭০ রান খরচায় ২ উইকেট নেন কাগিসো রাবাদা।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৩৬২/৬, ৫০ ওভার (ইয়াং ২১, রবীন্দ্র ১০৮, উইলিয়ামসন ১০২, মিচেল ৪৯, ফিলিপস ৪৯*; এনগিডি ৩/৭২, রাবাদা ২/৭০)।
দক্ষিণ আফ্রিকা: ৩১২/৯, ৫০ ওভার (বাভুমা ৫৬, ডার ডাসেন ৬৯, মার্করাম ৩১, মিলার ১০০*, ; স্যান্টনার ৩/৪৩ ও ফিলিপস ২/২৭)
ফল: নিউজিল্যান্ড ৫০ রানে জয়ী।
ম্যাচসেরা: রাচিন রবীন্দ্র।

দাপুটে ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকান কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র। দুজনের জাদুকরী তিন অঙ্ক ছোঁয়ায় নিউজিল্যান্ড পেয়ে যায় ৩৬২ রানের হিমালয়সম পুঁজি। রান তাড়ায় টেম্বা বাভুমার সঙ্গে রসি ফন ডার ডুসেন শতরানে পৌঁছতে চেষ্টার কোনো ত্রুটি রাখলেন না। শেষে লড়াই করলেন ডেভিড মিলারও। 'কিলার' মিলার শেষ দিকে লড়াই করলেন একাই। সেঞ্চুরিও মিলল তার ব্যাটে। তবে লাভ হলো না। দক্ষিণ আফ্রিকা লিখল ব্যর্থতার গল্প। প্রোটিয়াদের ব্যাটিং থামল শেষে ৩১২ রানে। ৫০ রানের দুরন্ত জয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের টিকিট কাটল নিউজিল্যান্ড। রোববারের শিরোপা নির্ধারণী ম্যাচে কিউদের প্রতিপক্ষ ভারত।
মিলার (১০০*) সান্ত্বনার সেঞ্চুরি আদায় করলেন ৬৭ বলে।দুর্দান্ত ইনিংসটি সাজান ১০ বাউন্ডারি ও ৪ ছক্কায়। তার সঙ্গে ফিফটির দেখা পান ডার ডুসেন (৬৯) ও বাভুমা (৫৬)।
চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ৩৬২ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। সেরা আট দলের টুর্নামেন্টের ইতিহাসে এটা সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার দখলে। চলতি আসরে ইংল্যান্ডের বিপক্ষে লক্ষ্য তাড়ায় ৩৫৬ রান করেছিল অজিরা।
রান পাহাড় গড়তে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১০৮ রানের ইনিংস খেলেন রাচিন রবীন্দ্র। ১০১ বলে ১৩ চারের পাশাপাশি একটি ছয় মারেন তিনি। ৯৪ বলে ১০২ রান করেন উইলিয়ামসন। তার ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও ২ ছয়ের সাহয্যে।
নিউজিল্যান্ডের ইনিংসে সমান ৪৯ রান এনে দেন গ্লেন ফিলিপস ও ড্যারেল মিচেল। এছাড়া উইল ইয়াং ২১ ও মাইকেল ব্রেসওয়েল করেন ১৬ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন লুঙ্গি এনগিদি। ৭২ রান দেন এই পেসার। ৭০ রান খরচায় ২ উইকেট নেন কাগিসো রাবাদা।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৩৬২/৬, ৫০ ওভার (ইয়াং ২১, রবীন্দ্র ১০৮, উইলিয়ামসন ১০২, মিচেল ৪৯, ফিলিপস ৪৯*; এনগিডি ৩/৭২, রাবাদা ২/৭০)।
দক্ষিণ আফ্রিকা: ৩১২/৯, ৫০ ওভার (বাভুমা ৫৬, ডার ডাসেন ৬৯, মার্করাম ৩১, মিলার ১০০*, ; স্যান্টনার ৩/৪৩ ও ফিলিপস ২/২৭)
ফল: নিউজিল্যান্ড ৫০ রানে জয়ী।
ম্যাচসেরা: রাচিন রবীন্দ্র।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচ তাদের সামনে ছিল সিরিজ জয়ের মোক্ষম সুযোগ। তবে সেটা হতে দিলেন না ফাহিম আশরাফ-সাইম আইয়ুবরা।
৬ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলার পর ছুটিতে গেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। তাকে ছাড়াই গত বৃহস্পতিবার থেকে ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। ঢাকায় না থাকলেও কোচ কাবরেরার ছকেই দলের অনুশীলন হচ্ছে বলে জানালেন সহকারী কোচ হাসান আল মামুন।
৮ ঘণ্টা আগে
প্রথম দুই টি-টোয়েন্টিতে আগেই হার মেনেছিল বাংলাদেশ। এবার শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতেও মিলল না সান্ত্বনার জয়। ছন্দটা ধরে রেখে এবারও জিতল ওয়েস্ট ইন্ডিজ। জয়টা এসেছে ৫ উইকেটে- ১৯ বল হাতে রেখেই।
৮ ঘণ্টা আগে
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে অস্ট্রেলিয়া বিদায় নিতেই অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। ম্যাচশেষে হিলি জানান, এটাই ছিল তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপ। সে হিসাবে পরবর্তী বিশ্বকাপের আগেই ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন এই অজি তারকা।
৯ ঘণ্টা আগে