বিশ্বকাপ জেতার চাপ নেই আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৫৬
কার্লো আনচেলত্তি

এখন ক্রান্তিকাল অতিক্রম করছে ব্রাজিল। খারাপ সময়টা কিছুতেই সেলেসাওদের পিছু ছাড়ছে না। সন্দেহ নেই, এমন দলকে নিয়ে বিশ্বকাপ জয়ের মিশনে নামা যে কোনো কোচকে যেতে হবে চাপের মধ্যে। কেননা, বিশ্বকাপের সোনালি কাপ জিততে না পারলে ব্রাজিল দলের বাকি সবই অর্থহীন। আগামী বছর ব্রাজিল বিশ্বচ্যাম্পিয়ন হতে না পারলে কার্লো আনচেলত্তিকে সমালোচনার ঝড়ের কবলে পড়তে হবে। চলে যেতে পারে চাকরিও।
তবে ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’কে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি জানিয়েছেন, বিশ্বকাপ জয় নিয়ে তার ওপর কোনো চাপ নেই, ‘চেষ্টা করাটাই আসল, জেতাটা নয়। ফুটবলে কে বাধ্য জেতার জন্য?’

বিজ্ঞাপন


আনচেলত্তির কোচিংয়ে ব্রাজিল খেলেছে চারটি ম্যাচ। বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে তার দল খেলবে আর মাত্র ছয়টি ম্যাচ। অক্টোবর, নভেম্বর ও মার্চের ফিফা উইন্ডোতে দুটি করে প্রীতি ম্যাচে অংশ নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর বাইরে বিশ্বকাপের আগে আরো কিছু প্রীতি ম্যাচ খেলতেও পারে। কিন্তু হাতে সময় খুব কম। তারপরও দুশ্চিন্তায় নেই আনচেলত্তি, ‘ফুটবলে অনেক কিছুই ঘটতে পারে- যা ফল বদলে দেয়। আমি রিয়াল মাদ্রিদকে ছয় বছর কোচিং করিয়েছি। ছয়টি চ্যাম্পিয়নস লিগ জিততে পারিনি, তিনটি জিতেছি।’


আনচেলত্তির ইচ্ছা, ব্রাজিল কোচের পদ ছাড়লে তিনি কেবল রিয়াল মাদ্রিদের কোচ হতে চান, ‘ব্রাজিলের পর আমি শুধু রিয়াল মাদ্রিদকেই কোচিং করাতে পারি। তবে আমার মনে হয় সেটি আর হবে না। এখানে আমার এক বছরের চুক্তি আছে, এরপর যে কোনো কিছু ঘটতে পারে। আমি এক বছরের জন্য সই করেছি; কারণ, আমার কাছে এটা সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত