বাবর-রিজওয়ানকে ছাড়াই পাকিস্তানের টি-টোয়েন্টি দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ১৯: ১৯

নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংক্ষিপ্ত ওভারের দলে রাখা হয়নি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও নাসিম শাহকে। এই সংস্করণে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলি আগা।

প্রায় ৯ মাস পর পাকিস্তান দলে ফেরানো হয়েছে শাদাব খানকে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন এই লেগস্পিনিং অলরাউন্ডার।

বিজ্ঞাপন

মূলত ধীরস্থির ব্যাটিংয়ের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন বাবর ও রিজওয়ান। যদিও ওয়ানডে সিরিজের দলে আছেন তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সংস্করণে যথারীতি রিজওয়ানের নেতৃত্বেই খেলবে পাকিস্তান। ডেপুটি হিসেবে থাকছেন সালমান। ওয়ানডে দলে রাখা হয়নি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে।

পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৬ মার্চ। কুড়ি ওভারের সিরিজের শেষ ম্যাচ হবে ২৬ মার্চ। এরপর ২৯ মার্চ এবং ২ ও ৫ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে সফরকারী শিবির।

টি-টোয়েন্টি দল: সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), আব্দুল সামাদ, উসমান খান, সুফিয়ান মুকিম, আব্বাস আফ্রিদি, শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ, হারিস রউফ, জাহানদাদ খান, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, ইরফান খান, হাসান নেওয়াজ, মোহাম্মদ আলি ও ওমেইর বিন ইউসুফ।

ওয়ানডে দল: মোহাম্মদ রিওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ অধিনায়ক), আকিফ জাভেদ, আবরার আহমেদ, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, ফাহিম আশরাফ, সুফিয়অন মুকিম, তৈয়ব তাহির, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, ইরফান খান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত