আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড

বর্ষসেরা মিরাজ, ঋতুপর্ণা ও সাগর

স্পোর্টস রিপোর্টার

বর্ষসেরা মিরাজ, ঋতুপর্ণা ও সাগর

বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৪ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও আরচার সাগর ইসলাম। এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২৪ এর সংক্ষিপ্ত তালিকায় ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানার সঙ্গে লড়াইয়ে আছেন সাফ জয়ী নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা। এই দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৩ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি থাকছে অর্থ পুরস্কারও।

১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে বিএসপিএ। এরই ধারাবাহিকতায় আগামী ১১ এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠান আয়োজন করা হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। আজ সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ-র সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জিএম মার্কেটিং ড. জেসমিন জামান, বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, খেলোয়াড় যাচাই-বাছাই কমিটির চেয়ারম্যান পরাগ আরমান ও সদস্য সচিব মাহবুব সরকার। উল্লেখ্য, এই নিয়ে নবমবারের মতো দেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে।

বিজ্ঞাপন

পূর্নাঙ্গ মনোনয়ন তালিকা

বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত) : মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), ঋতুপর্ণা চাকমা (ফুটবল) ও সাগর ইসলাম (আরচারি)। পপুলার চয়েজ অ্যাওয়ার্ড (মনোনীত): মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), ঋতুপর্ণা চাকমা (ফুটবল) ও নাহিদ রানা (ক্রিকেট)। বর্ষসেরা ক্রিকেটার : মেহেদী হাসান মিরাজ। বর্ষসেরা ফুটবলার : ঋতুপর্ণা চাকমা। বর্ষসেরা অ্যাথলেট : জহির রায়হান। বর্ষসেরা আরচার : সাগর ইসলাম

বর্ষসেরা দাবাড়ু : মনন রেজা নীড়। উদীয়মান ক্রীড়াবিদ : নাহিদ রানা (ক্রিকেট)। বর্ষসেরা দল : অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল। সক্রিয় সংস্থা : শামস্-উল-হুদা ফুটবল একাডেমী, যশোর। বর্ষসেরা কোচ : মওদুদুর রহমান শুভ (হকি)। বিশেষ সম্মাননা : হামিদুল ইসলাম (ভারোত্তোলন)। তৃণমূল সংগঠক : বীরসেন চাকমা (রাঙামাটি)। সেরা সংগঠক : মো. ইমরুল হাসান (ফুটবল)। বর্ষসেরা আম্পায়ার : শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন