বুন্দেসলিগা

রোনালদো-হালান্ডকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় কেইন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৪৫
হ্যারি কেইন

ঘরোয়া ফুটবলে দারুণ সময় কাটছে বায়ার্ন মিউনিখের। বিশেষ করে বুন্দেসলিগায়। চ্যাম্পিয়ন বাভারিয়ানরা খেলে যাচ্ছে ঠিক শিরোপাধারীদের মতোই। ছন্দটা ধরে রেখে পেল তারা আরো একটি উড়ন্ত জয়। শুক্রবার রাতে বায়ার্ন নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় ৪-০ গোলে ধসিয়ে দিয়েছে ওয়ের্ডার ব্রেমেনকে। এ নিয়ে জার্মান লিগসহ সব ধরনের টুর্নামেন্টে এখন পর্যন্ত শতভাগ জয় পেল বায়ার্ন।

বিজ্ঞাপন

আর লিগে পাঁচ ম্যাচ খেলে ছিনিয়ে নিল পঞ্চম জয়। অপ্রতিরোধ্য বায়ার্নের জয়ের রাতে দারুণ এক কীর্তি গড়েছেন দুর্দান্ত ফর্মে থাকা হ্যারি কেইন। গোলের নেশাই যেন পেয়ে বসেছে তাকে। তাইতো একের পর এক গোলের ফোয়ারা ছুটিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় জোড়া গোলের নৈপুণ্যে বায়ার্নের জার্সিতে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন এ ইংলিশ ফরোয়ার্ড এবং সেটা দ্রুততম সময়ে।

বায়ার্নের হয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়লেন কেইন। তারকা এই ফুটবলার কীর্তিটা গড়লেন ১০৪ ম্যাচ খেলে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ পাঁচ লিগের কোনো ক্লাবের হয়ে এটি দ্রুততম ১০০ গোলের রেকর্ড। এতদিন যৌথভাবে রেকর্ডটির মালিক ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও আর্লিং হ্যালান্ড। দুজনেই ১০৫ ম্যাচে করেছেন ১০০ গোল। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ২০১১ সালে রেকর্ডটি গড়েছিলেন রোনালদো। গত বছর সিআর সেভেনের রেকর্ডে ভাগ বসান হ্যালান্ড।

ঘরের মাঠে ২২ মিনিটে বায়ার্নকে লিড এনে দেন জোনাথন টাহ। ২২ মিনিট বাদে হ্যারি কেইনকে বাজেভাবে ট্যাকল করলে পেনাল্টি পেয়ে যায় বায়ার্ন। পেনাল্টির সুযোগটা হাতছাড়া করেননি। নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করেন কেইন। দ্বিতীয়ার্ধে লুইস দিয়াজের পাস পেয়ে ফের জাল কাঁপান কেইন। এটি তার দ্বিতীয় ও দলের তৃতীয় গোল। এবারের মৌসুমে বুন্দেসলিগায় পাঁচ ম্যাচ খেলে ১০ গোলের দেখা পেলেন কেইন। আর লড়াইয়ের ৮৭ মিনিটে বায়ার্নের শেষ গোল আসে কনার্ড লাইমারের কল্যাণে।

নতুন ইতিহাস লিখেও যেন বিশ্বাস হচ্ছে না কেইনের, ‘এটা অবিশ্বাস্য লাগছে। দুর্দান্ত ক্লাবটির হয়ে ১০০ গোল করা অনেক বড় সম্মানের। আর এত দ্রুত করতে পারাটাও সত্যিই গর্বের।’

একনজরে ফল

বায়ার্ন মিউনিখ ৪-০ ওয়ের্ডার ব্রেমেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত