হৃৎপিন্ডে জটিলতা নিয়ে ফারুক আহমেদ হাসপাতালে

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ২৩: ০৫
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ২৩: ১২

বিসিবি পরিচালক ফারুক আহমেদের হৃৎপিন্ডে রিং পরানো হয়েছে। হৃৎপিন্ডে তার আগেই একটা রিং ছিল। সাধারণত একটা চেকআপের জন্য ল্যাব এইড হাসপাতালে এসেছিলেন। সেই চেকআপে জটিলতা মিলল। জানা গেল, হৃৎপিন্ডে ব্লকের সমস্যা রয়েছে। চিকিৎসক রায়ান আনিফের পরামর্শ এবং তত্ত্বাবয়ানে তার হৃৎপিন্ডে নতুন করে রিং পরানো হয়। সাবেক ক্রিকেট অধিনায়ক এখন হাসপাতালে চিকিৎসা নিয়ে বিশ্রামে রয়েছেন।

ফারুক আহমেদের স্বজনরা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। সমস্যা কেটে গেছে। যথাসময়ে চেকআপ করানোয় তার জটিলতা ধরা পড়েছিল এবং সেটার সমাধানও হয়েছে।

বিজ্ঞাপন

চলতি মাসের শেষভাগে সাবেক এই অধিনায়ক ওমরাহ জন্য সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করছিলেন। ওমরাহর আগে হাসপাতালে চেকআপের জন্য এসেছিলেন। সেখানেই তার নতুন জটিলতা ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন, ফারুক আহমেদ এখন ভালো আছেন। তাকে কয়েকদিন হাসপাতালে পর্যবেক্ষণে থাকতে হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

অধিনায়ক শান্তর ‘নতুন’ শুরু, কোচ আশরাফুলের অভিষেক এবং মুশফিক নটআউট ৯৯

জাহানারা ইস্যুতে বিসিবি সংশ্লিষ্টদের বাদ দিয়ে স্বাধীন তদন্ত কমিটি চান তামিম

বার্ষিক পরীক্ষার আগে শিক্ষকদের লাগাতার আন্দোলন নিয়ে প্রশ্ন

গৌরীপুরে সহিংসতার দায়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার

গৌরীপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত