প্রথম শিরোপার কাছাকাছি কেইন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ২২: ০০

শিরোপা নিশ্চিতের জন্য দুটি সমীকরণ বায়ার্ন মিউনিখের পক্ষে আসতে হতো। নিজেদের জয়ের পাশাপাশি করতে হতো বায়ার লেভারকুজেনের ড্র কিংবা হার কামনা। কিন্তু শতভাগ সমীকরণ মেলেনি। জার্মান বুন্দেসলিগায় নিজেদের ম্যাচে গত শনিবার রাতে মেইঞ্জকে ৩-০ গোলে বাভারিয়ান জায়ান্টরা হারালেও পক্ষে আসেনি অপর ম্যাচের ফল। অগসবার্গকে ২-০ গোলে হারিয়েছে লেভারকুজেন। তাতেই শিরোপা অপেক্ষা বেড়েছে বায়ার্ন ও তাদের তারকা ফুটবলার হ্যারি কেইনের।

১৫ বছরের পেশাদার ক্যারিয়ারের শুরু থেকেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কেইন। গোলমুখে দারুণ সফল এই ফুটবলার। বায়ার্নের আগে টটেনহ্যামের হয়ে খেলেছেন তিনি। যদিও জাতীয় কিংবা ক্লাব, কোথাও শিরোপা উৎসব করা হয়নি ইংলিশ স্ট্রাইকারের।

বিজ্ঞাপন

আলিয়াঞ্জ অ্যারেনায় এদিন মেইঞ্জের বিপক্ষে বল দখল এবং আক্রমণে নেতৃত্ব দিয়েছে বায়ার্ন। তিন গোলের মধ্যে প্রথমার্ধেই দুটি করে তারা। ২৭ মিনিটে লেরয় সানের কল্যাণে এগিয়ে যায় স্বাগতিকরা। ৪০ মিনিটে ব্যবধান বাড়ান মাইকেল ওলিস। নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে মেইঞ্জের জালে শেষ পেরেক ঠুকে দেন এরিক ডিয়ের। বিপরীতে একবারের জন্যও বায়ার্নের গোলমুখ খুলতে পারেনি মেইঞ্জ।

লেভারকুজেনের কারণে ৩১তম রাউন্ডে শিরোপা উৎসব না হলেও অপেক্ষাটা দীর্ঘ হচ্ছে না বায়ার্নের। শীর্ষে থাকা দলটির সংগ্রহ ৭৫ পয়েন্ট। পরের ম্যাচে জিতলেই শিরোপা নিশ্চিত হবে মিউনিখের ক্লাবটির। দুইয়ে থাকা লেভারকুজেনের সংগ্রহ ৬৭ পয়েন্ট।

গত মৌসুমে তাদের কাছেই শিরোপা হাতছাড়া করেছিল বায়ার্ন। জায়ান্টদের পাত্তা না দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় জাবি আলোনসোর দল। এক মৌসুম পর শিরোপা পুনরুদ্ধারের খুব কাছে অবস্থান করছে বায়ার্ন। নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ৩ মে আরবি লাইপজিগের আতিথেয়তা নেবে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত