পেলের কাছাকাছি কেবল ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৪: ০০
আপডেট : ০৩ মে ২০২৫, ১৭: ১৪
কিংবদন্তি পেলে ও লামিনে ইয়ামাল

বার্সেলোনার জার্সি গায়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন লামিনে ইয়ামাল। তার মানে কিন্তু এই নয় যে, শত গোলের দেখা পেয়েছেন। চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে ১০০তম ম্যাচ খেলে ফেলেছেন ১৭ বছরের এ তারকা উইঙ্গার। বার্সেলোনার ৩-৩ গোলের এ ড্রয়ের ম্যাচে চমৎকার এক গোল উপহার দেন বিস্ময়বালক ইয়ামাল। পুরো ম্যাচে ঝলক দেখিয়ে প্রতিপক্ষ ইন্টারের রক্ষণভাগে ত্রাস সৃষ্টি করেন এ স্প্যানিশ তরুণ তুর্কি। ইয়ামাল বৈশ্বিক ফুটবলে অঙ্গনে নিজেকে এই বয়সেই অনন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছেন। সমান বয়সের অন্য তারকা ফুটবলারদের সঙ্গে তার তুলনা করা শুরু করেছেন অনেকে।

বিজ্ঞাপন

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর বিশ্লেষণের ফল বলছে, ১৭ বছরে বয়সে ইয়ামালের যে প্রাপ্তি, পেলে ছাড়া অন্য কোনো ফুটবলার ওই বয়সে করে দেখাতে পারেননি।


ইয়ামাল বার্সেলোনার জার্সি গায়ে ১০০ ম্যাচ খেলে উপহার দিয়েছেন ২২ গোল। সঙ্গে সতীর্থদের ৩৩ গোলে অবদান রেখেছেন। তার এ অর্জনের ধারে-কাছেও নেই কাতালান জায়ান্ট ক্লাবটির ১২৫ বছরের ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসি। ১৭ বছর বয়সে ৯ ম্যাচ খেলে ১ গোল এনে দিয়েছিলেন এ আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর। কিন্তু সতীর্থদের কোনো গোলে অ্যাসিস্ট করতে পারেননি।

সমান বয়সে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ১৯ ম্যাচ খেলে করেন ৫ গোল। সতীর্থদের গোলে সহায়তা করেছেন চারবার। অবাক করা এ তথ্য জানিয়েছে ট্রান্সফারমার্কেট।
ডাচ কিংবদন্তি ক্রুইফ আয়াক্সের জার্সিতে ১৭ বছর বয়সে ১০ ম্যাচ খেলে পান ৪ গোল। সহায়তা করেছিলেন দুই গোলে।

আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে সমান বয়সে ৬০ ম্যাচে ২১ গোল করেন। ১৯৮৬ বিশ্বকাপ জয়ী সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলার অবদান রাখেন সতীর্থদের ১৫ গোলে। গোল করা ও করানোতে ম্যারাডোনাই ইয়ামালের সবচেয়ে কাছে। সান্তোসের হয়ে ১৬ বছর বয়সে শুধু ঘরোয়া ফুটবলে ১৯৫৭ সালে এক মৌসুমে ৩৮ ম্যাচে ৪১ গোল করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।

১৭ বছর বয়সে বিশ্বকাপ জয়ী পেলেই কেবল ইয়ামাল থেকে গোল স্কোরিং পারফরম্যান্সে এগিয়ে। তবে ট্রফি জয়ে ইয়ামাল সবার ধরাছোঁয়ার বাইরে। ১৭ বছরেই স্পেনকে উপহার দিয়েছেন ইউরোর শ্রেষ্ঠত্ব। বার্সাকে এনে দিয়েছেন লা লিগা, কোপা দেল রে ও সুপার কাপ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত