হতাশ শোয়েব আখতার

পিসিবির কাউকে ছাড়াই পুরস্কার বিতরণী অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ২০: ০৭

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। যদিও ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো কর্মকর্তা। যেটা নিয়ে চর্চা হচ্ছে ক্রিকেট পাড়ায়। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে শিরোপা জেতে ভারত। ফাইনাল ম্যাচের পর আইসিসির চেয়ারম্যান জয় শাহ’র হাত থেকে শিরোপা নেন রোহিত শর্মা। সে সময় পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি, সেক্রেটারী দেবজিত সাইকিয়া, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) পরিচালক রজার তৌজ, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

বিজ্ঞাপন

ভিন্ন দায়িত্ব পালনের কারণে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে হাজির হতে পারেননি পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। নিজে না পারলেও প্রতিনিধি হিসেবে পিসিবির সিইও এবং চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরের পরিচালক সুমাইর আহমেদকে দুবাই পাঠান নাকভি। কিন্তু সুমাইরকেও ডাকা হয়নি পুরস্কার বিতরণী মঞ্চে। অর্থ্যাৎ পুরস্কার বিতরণী মঞ্চ দেখে মনেই হয়নি টুর্নামেন্টটির আয়োজক পাকিস্তান।

এসব দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, ‘অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করলাম। পিসিবির কোনো সদস্য পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন না। অথচ পাকিস্তান এটার আয়োজক ছিল। কিন্তু পিসিবির কেউ শিরোপা তুলে দেওয়ার জন্য উপস্থিত ছিলেন না। বিষয়টা আমি বুঝতে পারছি না। এটা একটা বৈশ্বিক আসর। পিসিবির কাউকে সেখানে থাকা উচিত ছিল।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত