শান্তর প্রশংসায় পঞ্চমুখ মুশফিক

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৭: ৩০
নাজমুল হোসেন শান্ত, ছবি: ক্রিকেট শ্রীলঙ্কা

৪৫ রানে ৩ উইকেট হারিয়ে খাদের কিনারায় থাকা দলকে টেনে তুলে গল টেস্টের প্রথম দিনে বাংলাদেশকে চালকের আসনে বসিয়েছেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত। চতুর্থ উইকেটে দুজনের ২৪৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজনের ব্যাটেই এসেছে সেঞ্চুরি। মুশফিক ১০৫ এবং শান্ত অপরাজিত আছেন ১৩৬ রানে। দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৯২ রান। এমন দারুণ ব্যাটিংয়ের পর শান্তর প্রশংসা করেছেন মুশফিকুর রহিম।

বিজ্ঞাপন

দিনশেষে সংবাদ সম্মেলনে এসে শান্তর প্রশংসা করে মুশফিক বলেন, ‘শান্ত তো মাশাল্লাহ অনেকদিন ধরেই ভালো খেলছে। টেস্টেও ওর রেকর্ড ভালো, অধিনায়ক হিসেবেও ওর রেকর্ড ভালো এবং ব্যাটার হিসেবেও ভালো। আমার মনে হয় এটা নাথিং স্পেশাল।’

ব্যাটিংয়ে শান্তর নিয়ন্ত্রণ দেখে বেশ অভিভূত মুশফিক বলেন, ‘আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে, ওর এত কন্ট্রোল ইনিংস। শ্রীলঙ্কার ক্যান্ডিতে ও (শান্ত) একটা ১০০ করেছে, তার পরে এটা করল। যেভাবে কন্ট্রোল করে ইনিংসটা খেলেছে, এটা খুবই ইম্পরন্ট্যান্ট। পরে যারা ব্যাট করবে তাদের এটা একটা বার্তা দেয়।’

শান্তর সেঞ্চুরি পূরণের পর উদযাপনে বেশি উৎসাহ দেখা যায় মুশফিকের। এটা নিয়ে তার কথামতে, দলের কেউ সেঞ্চুরি করলে সব সময় ভালো লাগে। সিনিয়র হিসেবে উদযাপন বেশি করা তারই দায়িত্ব। অন্যদিকে শান্তর মতো সেঞ্চুরি এসেছে মুশফিকের ব্যাটেও। এটা নিয়ে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ার প্রায় শেষের দিকে। তো সবগুলো ইনিংসই আমার জন্য বিশেষ। আমি চেষ্টা করি ম্যাক্সিমাইজ করার, নিজের চেষ্টা থাকে শতভাগ প্রস্তুতি নেওয়ার। আমার সামনে যে সুযোগ আসে, সেটা নেওয়ার চেষ্টা করি। তো অনেক সময় হয়, অনেক সময় হয় না।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত