নতুন বছরের শুরুতেই দর্শকরা সাক্ষী হতে যাচ্ছেন এক ক্লাসিকোর। দুই স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ঐতিহ্যবাহী এই লড়াই ফিরে এসেছে স্প্যানিশ সুপার কাপের বদৌলতে। এই আসরের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সাক্ষাৎ সমর্থক ও ভক্তদের মনে তুলে দিয়েছে উন্মাদনার ঢেউ। আজ রাত ১টায় সৌদির কিং আবদুল্লাহ স্পোর্ট সিটিতে লড়াইয়ে নামবে দুদল। এই লড়াই বার্সেলোনার জন্য শিরোপা ধরে রাখার। আর রিয়াল মাদ্রিদের জন্য শিরোপা ফিরে পাবার।
বার্সেলোনা ফাইনাল ওঠার পথে গোলবন্যায় ভাসিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। সেমিফাইনালে নিজেদের চেনা রূপ দেখিয়ে বিলবাওকে ৫-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। ফাইনালে বেশ ফুরফুরে মেজাজেই নামবে কাতালানরা। অন্যদিকে, রিয়াল মাদ্রিদকে ফাইনালে উঠতে বেশ ঘাম ঝরাতে হয়েছে। মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে জাভি আলোনসোর শিষ্যরা। তাও শেষ সময়ের গোলে জয়ে পেয়েছে তারা। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এগিয়ে থাকবে বার্সেলোনাই।
ফাইনালে বার্সেলোনা তাদের পূর্ণশক্তির স্কোয়াড পাচ্ছে। দলে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। গেল মৌসুমে যিনি রক্ষণে বেশ আলো ছড়িয়েছেন। চলতি মৌসুমে ইনজুরি থেকে ফিরেই নিজের চেনা ছন্দ দেখিয়েছেন। রিয়াল মাদ্রিদের জন্য দুশ্চিন্তার বিষয় ছিল কিলিয়ান এমবাপ্পের ইনজুরি। তবে তাকে নিয়ে ফাইনালে ঝুঁকি নিচ্ছে রিয়াল। সেই সঙ্গে নিজেদের সেরা দল নিয়েই নামবে। ফেদে ভালভার্দে ও গত মৌসুমের ফর্মহীনতা কাটিয়ে রদ্রিগোও এখন বেশ ছন্দে রয়েছেন।
ফাইনালে এমবাপ্পেকে পাওয়া নিয়ে আশার কথা শোনান রিয়াল কোচ আলোনসো। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপের একটি প্রতিবেদন জানিয়েছে, বার্সার বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে এমবাপ্পেকে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শিরোপা নির্ধারণী মঞ্চে ব্যথানাশক ইনজেকশেন দিয়েও নাকি তাকে মাঠে নামানো হতে পারে। ফাইনালের আগে স্বাভাবিকভাবেই রিয়ালের সংবাদ সম্মেলনে উঠে আসে এমবাপ্পের এল ক্লাসিকো খেলার বিষয়। এ বিষয়ে রিয়াল কোচ আলোনসো বলেন, ‘আজ তার অনুশীলন শেষে আমরা ঠিক জানতে পারব সে পুরো সময় খেলতে পারবে নাকি কিছুটা কম সময় খেলবে। ঝুঁকি ও সুযোগ দুইটাই বিবেচনা করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। আমরা অযৌক্তিক ঝুঁকি নিই না—সবকিছু নিয়ন্ত্রিতভাবে করা হয়।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

