পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১৩: ১২

প্রথম দুই টি-টোয়েন্টি জিতে ইতোমধ্যে ট্রফি নিশ্চিত করেছে বাংলাদেশ। এখানেই থেমে যেতে চায় না ফিল সিমন্সের শিষ্যরা। তাদের লক্ষ্য এখন শেষ ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা। এমনটাই জানিয়েছেন দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ের নায়ক জাকের আলী অনিক।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারায় বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। তবে জাকেরের ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১৩৩ রানের লড়াইকু পুঁজি পায় বাংলাদেশ। শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে ৫ ছয়ের সাহায্যে ৫৫ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস খেলেন জাকের। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘বিষয়টা লাইটলি নিব না। আমরাও জেতার জন্য মাঠে নামব। ম্যাচ জেতা জেতাই। পাকিস্তানও দারুণ ফাইট করেছে। শেষ ম্যাচ জেতার লক্ষ্য থাকবে আমাদের। হোয়াইটওয়াশ করার লক্ষ্য আছে। আমরা আমাদের প্রসেস ধরে এগোতে চাচ্ছি।’

নিজের ব্যাটিং নিয়ে এই ক্রিকেটার বলেন, ‘প্র্যাকটিসে আমি যা করি সেভাবেই ব্যাটিং করেছি। আমি ব্যাটিংয়ে কিছু সেটআপ চেঞ্জ করেছি। সেটা করেছি দুই বছর আগে বিপিএলে আমাদের ব্যাটিং কোচের সাথে। আমার জন্য ম্যাচ উইনিং নক জরুরি। আমি আসলে ম্যাচ উইনিং নকগুলোই হিসেব করি। ভালো ব্যাটিং করার পরও যদি দল না জেতে তাহলে সেগুলো কাউন্ট করি না। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওপরে ব্যাট করতে নামব সেটা আগে থেকেই জানতাম। জাস্ট মানসিকভাবে সেভাবে প্রস্তুত ছিলাম। ওয়েস্ট ইন্ডিজ সফরেও আমি ৫ নম্বরে ব্যাট করেছি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত