আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাকিবকে নিয়ে লিড বাড়াচ্ছেন মিরাজ

স্পোর্টস রিপোর্টার

সাকিবকে নিয়ে লিড বাড়াচ্ছেন মিরাজ

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন ব্যাট করতে নেমে ক্রিজে সেট হয়েছিলেন তাইজুল ইসলাম। যদিও ২০ রানে থেমেছে এই বাঁহাতি স্পিনারের উইকেট। তাইজুলের বিদায়ের পর তানজিম হাসান সাকিবকে নিয়ে লিড বাড়াচ্ছেন মেহেদি হাসান মিরাজ।

বিজ্ঞাপন

এই রিপোর্ট লেখার সময় ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৯৩ রান। মিরাজ ৬৭ ও সাকিব ২৭ রান নিয়ে ব্যাট করছেন। নবম উইকেটে ৫০ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়েছেন এই দুজন। দুই উইকেট হাতে রেখে ১৬৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

এর আগে ২২৭ রানে ৯ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে তাইজুল সাজঘরের পথ দেখালে অলআউট হয় অতিথিরা। জবাবে প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের খেলা শেষে ৭ উইকেট হারানো বাংলাদেশের সংগ্রহ ২৯১ রান। মেহেদি হাসান মিরাজ ১৬ ও তাইজুল ৫ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...