ম্যানসিটির গোলোৎসবের ম্যাচে হালান্ডের অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১২: ০১

চ্যাম্পিয়নস লিগের ম্যানচেস্টার সিটির জয়রথ চলছেই। এবার তারা হারাল বরুশিয়া ডর্টমুন্ডকে। জার্মান ক্লাবটিকে ৪-১ গোলে হারানোর ম্যাচে অনন্য রেকর্ড গড়েছেন আর্নিং হালান্ড। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ভিন্ন তিনটি ক্লাবের হয়ে টানা ৫ ম্যাচে গোল করলেন তিনি।

ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে দলের তৃতীয় জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন ফিল ফোডেন। একটি গোল রায়ান চেরকি ও অন্যটি হালান্ডের। 

ম্যাচের ২২তম মিনিটে প্রথম এগিয়ে যায় সিটি। টিয়ানি রেইনডার্সের পাস ধরে কয়েক পা এগিয়ে নিচু কোনাকুনি শটে বল জালে পাঠান ফিল ফোডেন। ২৯তম মিনিটে জেরেমি ডকুর কাছ থেকে বক্সের মধ্যে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড।

এ নিয়ে সিটিজেনদের হয়ে চ্যাম্পিয়নেস লিগে টানা ৫ ম্যাচে ৫ গোল করলেন হালান্ড। এই মৌসুমের ৪ ম্যাচে গোলসংখ্যা চারটি, আরেকটি করেছিলেন গত মৌসুমে। সিটির আগে টানা ৫ ম্যাচে গোল করেছেন বরুশিয়া ডর্টমুন্ড ও রেড বুলের জার্সিতে। চ্যাম্পিয়ন্স লিগে এই মৌসুমে হল্যান্ডের সমান ৫টি করে গোল করেছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে ও বায়ার্নের হ্যারি কেন।

দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে তৃতীয় গোলটি পায় পেপ গার্দিওলার দল। রেইনডার্সের পাস বক্সের বাইরে বল পেয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান ফোডেন। এই গোলটিও বক্সের বাইরে থেকে। চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচে একই খেলোয়াড়ের বক্সের বাইরে দুটি করলেন ১৭ বছর পর। সর্বশেষ ২০০৮ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বক্সের বাইরে থেকে জোড়া গোল করেন জুভেন্টাসের ইতালিয়ান কিংবদন্তি আরেসান্দ্রো দেল পিয়েরো।

৭২তম মিনিটে একটি গোল শোধ দেয় ডর্টমুন্ড। জুলিয়ান রিয়ারসনের পাস থেকে বল পেয়ে পায়ের ছোঁয়ায় বল জালে পাঠান ভালদেমার অ্যান্টন। যোগ করা সময়ের প্রথম মিনিটে সিটিকে চতুর্থ গোল এনে দেন রায়ান চেরকি। 

এ জয়ের ফলে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে সিটি। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বরুশিয়া আছে ১৪ নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বায়ার্ন মিউনিখ। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৩৬ দলের মধ্যে শীর্ষে বায়ার্ন মিউনিখ। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল, তিনে ইন্টার মিলান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ফুটবল

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষকের পদ পুনর্বহালের দাবিতে রাবিতে মানববন্ধন

প্রণোদনার ভাগ না পেয়ে কৃষি কর্মকর্তাকে মারধর, বহিষ্কার সেই ছাত্রদল নেতা

সালিশ বৈঠকে উপস্থিত থাকার জেরে ছুরিকাঘাতে নিহত ১

‘নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে’

এনএসডিএ-এর কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত