আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মনে করেন কোহলি

আইপিএলের চাইতে টেস্ট পাঁচ ধাপ এগিয়ে

স্পোর্টস ডেস্ক
আইপিএলের চাইতে টেস্ট পাঁচ ধাপ এগিয়ে

বরাবরই টেস্টের প্রতি নিজের ভালোবাসা, ভালোলাগার কথা জানিয়েছেন বিরাট কোহলি। আরও একবার ক্রিকেটের আদি সংস্করণের প্রতি অগাধ সম্মান দেখালেন এই তারকা ব্যাটার। তার মতে, আইপিএলের শিরোপা জেতার মুহূর্ত টেস্টের চেয়ে পাঁচ ধাপ এগিয়ে।

পাঞ্জাব কিংসকে ৬ রানের হারিয়ে সদ্য সমাপ্ত আইপিএলের শিরোপা জিতেছে কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটিতে এটা কোহলির প্রথম শিরোপা। আইপিএল শিরোপা উঁচিয়ে ধরার পর কোহলি বলেন, ‘আইপিএলে শিরোপা জেতা আমার ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে একটি। এরপরও আমি বলব এটা টেস্ট ক্রিকেটের চেয়ে পাঁচ ধাপ পিছিয়ে থাকবে। টেস্ট ক্রিকেটের মূল্যায়ন আমার কাছে এমনই। আমি টেস্ট ক্রিকেটকে এতোটাই ভালোবাসি।’

বিজ্ঞাপন

সাবেক ভারতীয় অধিনায়ক আরও বলেন, ‘তরুণ ক্রিকেটারদের বলব তোমরা টেস্টকে শ্রদ্ধা করো। কারণ এই সংস্করণে ভালো খেলতে পারলে তুমি যেখানেই যাবে মানুষ তোমার সঙ্গে করমর্দন করতে চাইবে। আর বলবে, তুমি ক্রিকেটটা ভালো খেলছো।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন