‘লিডার হিসেবে যা করার তার চেয়ে বেশি করে’

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১১ মে ২০২৫, ১৬: ৪১

বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে এসেছে লিটন দাসের নাম। এর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা লিটনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি জানান, লিটন অধিনায়ক হিসেবে যা করার দরকার তার চেয়ে বেশি করেন।

বিজ্ঞাপন

ব্যাট হাতে রান না পাওয়া লিটন দাসের সমালোচনা হয় বেশ নিয়মিত। এর মধ্যেই পেয়েছেন অধিনায়কের দায়িত্বভার। খারাপ পারফরম্যান্সের মধ্যে অধিনায়ক হিসেবে কতটুকু সফল হবেন তা নিয়েও উঠেছে প্রশ্ন।

তবে এই শঙ্কার অবসান ঘটিয়ে সালাউদ্দিন বলেন, ‘লিটনকে আমরা একটু অন্যভাবে দেখি, কথা কম বলে। যারা খুব কাছ থেকে দেখে তারা হয়তো ভুল করবে না। যে ভুল ধারণা আপনাদের সাকিবের ব্যাপারে ছিল। বাইরে থেকে মনে হবে তারা হয়তো অনেক কিছু করে না। কিন্তু একজন লিডার হিসেবে যতটুকু করার তার চেয়েও বেশি করে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত