আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দাপুটে জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক

দাপুটে জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ
নোভাক জোকোভিচ

ইউএস ওপেনের কোর্টের লড়াইয়ে ফেভারিট ছিলেন জোকোভিচই। আর্থার অ্যাশে স্টেডিয়ামে সার্বিয়ান সুপারস্টার জয়ও ছিনিয়ে নিয়েছেন। তবে প্রথম সেট টাইব্রেকারে হেরে পিছিয়েই পড়েছিলেন।

বিজ্ঞাপন

পরের তিন সেটে আধিপত্য বিস্তার করে তৃতীয় রাউন্ডের টিকিট কেটেছেন সাবেক এ নাম্বার ওয়ান। রেকর্ড ২৫ গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে জোকোভিচ ৬-৭ (৫-৭), ৬-৩, ৬-৩ ও ৬-১ গেমে জিতেছেন যুক্তরাষ্ট্রের অবাছাই খেলোয়াড় জাকারি সভাজদার বিপক্ষে।



পুরুষ ও নারী এককের প্রথম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছেন ফেভারিট সব তারকাই। র‍্যাংকিংয়ের নাম্বার সেভেন নোভাক জোকোভিচ আর নাম্বার ওয়ান ইয়ানিক সিনারের সঙ্গে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন আরেক তারকা আলেক্সান্ডার জভেরেভ।

আর মেয়েদের এককে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট কেটেছেন ইগা শিয়াটেক, নাওমি ওসাকা ও কোকো গাউফ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন