সংযুক্ত আরব আমিরাত দারুণ কয়েকটি ম্যাচ খেলল। এর আগে পাকিস্তানকে কাঁপিয়ে দিয়ে হেরেছে। এবার আফগানদের নাড়িয়ে দিয়ে আমিরাত হার মেনেছে মাত্র ৪ রানে।
নাটকীয় এ জয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে পাকিস্তানের সঙ্গী হয়েছে আফগানিস্তান। শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৭০ রানের পুঁজি গড়ে আফগানরা। ৫ উইকেট হারিয়ে ১৬৬ রানে থামে আমিরাত।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ১৭০/৪, ২০ ওভার (গুরবাজ ৪০, ইব্রাহিম ৪৮, জানাত ২৮, গুলবাইন ২০*; হায়দার ২/২৩)।
সংযুক্ত আরব আমিরাত: ১৬৬/৫, ২০ ওভার (শারাফু ২৭, ওয়াসিম ৪৪, জোহাইব ২৩, আসিফ ৪০; ফারিদ ১/৩৫, মুজিব ১/২৭, শারাফউদ্দিন ১/২০)।
ফল: আফগানিস্তান ৪ রানে জয়ী।
ম্যাচসেরা: ইব্রাহিম জাদরান।

