আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ আফগানিস্তান

সংযুক্ত আরব আমিরাত দারুণ কয়েকটি ম্যাচ খেলল। এর আগে পাকিস্তানকে কাঁপিয়ে দিয়ে হেরেছে। এবার আফগানদের নাড়িয়ে দিয়ে আমিরাত হার মেনেছে মাত্র ৪ রানে।

বিজ্ঞাপন

নাটকীয় এ জয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে পাকিস্তানের সঙ্গী হয়েছে আফগানিস্তান। শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৭০ রানের পুঁজি গড়ে আফগানরা। ৫ উইকেট হারিয়ে ১৬৬ রানে থামে আমিরাত।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ১৭০/৪, ২০ ওভার (গুরবাজ ৪০, ইব্রাহিম ৪৮, জানাত ২৮, গুলবাইন ২০*; হায়দার ২/২৩)।

সংযুক্ত আরব আমিরাত: ১৬৬/৫, ২০ ওভার (শারাফু ২৭, ওয়াসিম ৪৪, জোহাইব ২৩, আসিফ ৪০; ফারিদ ১/৩৫, মুজিব ১/২৭, শারাফউদ্দিন ১/২০)।

ফল: আফগানিস্তান ৪ রানে জয়ী।

ম্যাচসেরা: ইব্রাহিম জাদরান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন