সার্বিয়া সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়লেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী কিংবদন্তি নোভাক জোকোভিচ। তিনি পরিবারসহ গ্রিসের রাজধানী এথেন্সে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন।
গ্রিসের শীর্ষ গণমাধ্যম ‘প্রোটো থেমা’-র প্রতিবেদনে বলা হয়েছে, ৩৮ বছর বয়সী জোকোভিচ এথেন্সের দক্ষিণ উপকূলবর্তী অভিজাত এলাকা গ্লাইফাদায় একটি বাড়ি কিনেছেন। তার দুই সন্তান (বয়স ১১ ও ৮) ইতোমধ্যেই স্থানীয় একটি বেসরকারি স্কুলে ভর্তি হয়েছে এবং নতুন শিক্ষাবর্ষ শুরু করেছেন।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে নভি সাদের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। জোকোভিচ ওই বিক্ষোভকারীদের প্রকাশ্যে সমর্থন জানান এবং দুর্নীতির বিরুদ্ধে নতুন নির্বাচনের দাবিতে ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনের পাশে দাঁড়ান।এ কারণে প্রেসিডেন্ট ভুচিচের ঘনিষ্ঠ মহল তাকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দেয়।

