স্পোর্টস ডেস্ক
৩ বছর পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রত্যাবর্তন হলো সাকিব আল হাসানের। প্রত্যাবর্তনে ব্যাট কিংবা বল- দুই বিভাগেই হতাশ করেছেন এই তারকা অলরাউন্ডার। তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের জন্য দিনটা ভালো যায়নি। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের কাছে ৬ উইকেটে হেরেছে তারা।
ওয়ার্নার পার্কে টস হেরে আগে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি অ্যান্টিগা। ১৭.১ ওভারে ১২১ রানে গুটিয়ে যায় ফ্রাঞ্চাইজিটি। ছয়ে ব্যাট করতে নামেন সাকিব। ওয়াকা সালেমখেইলের বলে জেসন হোল্ডারের হাতে ধরা পড়ার আগে ১৬ বলে মাত্র ১১ রান করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
ইনিংসে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি সাকিব। অ্যান্টিগার ইনিংসের অর্ধেক এনে দেন কারিমা গোরে। ৩৪ বলে ৮ চার ও ২ ছয়ের সাহায্যে ৬১ রান করেন এই টপঅর্ডার। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান আসে ফাবিয়ান অ্যালেনের ব্যাট থেকে। সাকিবের সমান ১১ রান করেন ইমাদ ওয়াসিম।
অ্যান্টিগাকে হাতের নাগালে আটকে রাখার পথে বল হাতে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন সালেমখেইল। ৪ ব্যাটারকে ফেরান তিনি। ৪ ওভারে খরচ করেন ২২। এছাড়া নাসিম শাহ ও ফজলহক ফারুকি নেন দুটি করে উইকেট।
মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৫ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সেন্ট কিটস। ৩.৪ ওভারে এভিন লুইস ও আন্দ্রে ফ্লেচারের ৩৬ রানের উদ্বোধনী জুটির পর হঠাৎ ধাক্কা খায় স্বাগতিকরা। সেখান থেকে পরবর্তী ৪০ রানে আরো ৩ উইকেট হারায় তারা। যদিও রানের চাকা সচল থাকায় কোনো বিপদে পড়তে হয়নি তাদের। দল জেতানোর পথে ২৮ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন আলিক আথানেজ। হোল্ডার অপরাজিত থাকেন ১৮ রানে।
লুইসের অবদান ২৫ রান। ১৩ বল খেলেন এই ওপেনার। আরেক ওপেনার ফ্লেচার করেন ১৯ রান। কাইল মায়ার্সের ব্যাট থেকে আসে ১৫ রান। দলের হারে দিনে মাত্র এক ওভার বল করেন সাকিব। ৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সেন্ট কিটসের পতন হওয়া ৪ উইকেটের মধ্যে দুইটাই নেন রাহকিম কর্নওয়াল। ১৯ রান দেন এই স্পিনার।
সংক্ষিপ্ত স্কোর:
অ্যান্টিগা: ১২১/১০- ১৭.১ ওভার (কারিমা ৬১, অ্যালেন ১২, সাকিব ১১; সালামখেইল ৪/২২)
সেন্ট কিটস: ১২৫/৪- ১৫ ওভার (আথানেজ ৩৭*, হোল্ডার ১৮*, লুইস ২৫; কর্নওয়াল ২/১৯)
ফল: সেন্ট কিটস ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ওয়াকার সালামখেইল
৩ বছর পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রত্যাবর্তন হলো সাকিব আল হাসানের। প্রত্যাবর্তনে ব্যাট কিংবা বল- দুই বিভাগেই হতাশ করেছেন এই তারকা অলরাউন্ডার। তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের জন্য দিনটা ভালো যায়নি। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের কাছে ৬ উইকেটে হেরেছে তারা।
ওয়ার্নার পার্কে টস হেরে আগে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি অ্যান্টিগা। ১৭.১ ওভারে ১২১ রানে গুটিয়ে যায় ফ্রাঞ্চাইজিটি। ছয়ে ব্যাট করতে নামেন সাকিব। ওয়াকা সালেমখেইলের বলে জেসন হোল্ডারের হাতে ধরা পড়ার আগে ১৬ বলে মাত্র ১১ রান করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
ইনিংসে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি সাকিব। অ্যান্টিগার ইনিংসের অর্ধেক এনে দেন কারিমা গোরে। ৩৪ বলে ৮ চার ও ২ ছয়ের সাহায্যে ৬১ রান করেন এই টপঅর্ডার। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান আসে ফাবিয়ান অ্যালেনের ব্যাট থেকে। সাকিবের সমান ১১ রান করেন ইমাদ ওয়াসিম।
অ্যান্টিগাকে হাতের নাগালে আটকে রাখার পথে বল হাতে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন সালেমখেইল। ৪ ব্যাটারকে ফেরান তিনি। ৪ ওভারে খরচ করেন ২২। এছাড়া নাসিম শাহ ও ফজলহক ফারুকি নেন দুটি করে উইকেট।
মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৫ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সেন্ট কিটস। ৩.৪ ওভারে এভিন লুইস ও আন্দ্রে ফ্লেচারের ৩৬ রানের উদ্বোধনী জুটির পর হঠাৎ ধাক্কা খায় স্বাগতিকরা। সেখান থেকে পরবর্তী ৪০ রানে আরো ৩ উইকেট হারায় তারা। যদিও রানের চাকা সচল থাকায় কোনো বিপদে পড়তে হয়নি তাদের। দল জেতানোর পথে ২৮ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন আলিক আথানেজ। হোল্ডার অপরাজিত থাকেন ১৮ রানে।
লুইসের অবদান ২৫ রান। ১৩ বল খেলেন এই ওপেনার। আরেক ওপেনার ফ্লেচার করেন ১৯ রান। কাইল মায়ার্সের ব্যাট থেকে আসে ১৫ রান। দলের হারে দিনে মাত্র এক ওভার বল করেন সাকিব। ৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সেন্ট কিটসের পতন হওয়া ৪ উইকেটের মধ্যে দুইটাই নেন রাহকিম কর্নওয়াল। ১৯ রান দেন এই স্পিনার।
সংক্ষিপ্ত স্কোর:
অ্যান্টিগা: ১২১/১০- ১৭.১ ওভার (কারিমা ৬১, অ্যালেন ১২, সাকিব ১১; সালামখেইল ৪/২২)
সেন্ট কিটস: ১২৫/৪- ১৫ ওভার (আথানেজ ৩৭*, হোল্ডার ১৮*, লুইস ২৫; কর্নওয়াল ২/১৯)
ফল: সেন্ট কিটস ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ওয়াকার সালামখেইল
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে