ক্লাবগুলোর লিগ বর্জনের ঘোষণায় ঢাকার ক্লাব ক্রিকেটের প্রথম বিভাগ লিগ নির্ধারিত সময়ে মাঠে নামাতে পারেনি বিসিবি। উল্টো আরো জলঘোলা হয়েছে। ক্লাবগুলোকে লিগ খেলতে রাজি করাতে একটি চা চক্রের আয়োজন করেছে বিসিবি।
আগামীকাল সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হবে এই চা চক্র। ঢাকার ক্রিকেটের ৭৬ ক্লাবকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছে ইতোমধ্যে। তবে আমন্ত্রণ পাওয়ার পরও চা চক্রে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিদ্রোহী ক্লাবগুলো। জানা গেছে, ৪৩ থেকে ৪৫টি ক্লাব এই চা চক্রে অংশ নেবে না। কারণ হিসেবে তারা জানিয়েছে, যেহেতু নির্বাচনকে অবৈধ গণ্য করছেন, সে কারণে তারা এই বোর্ডের অধীনে তারা কোনো আলোচনায় অংশ নেবে না।
ক্লাব ও বিসিবির পাশাপাশি এই চা চক্রে অংশ নেবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিনিধিরাও। তবে বিদ্রোহী ক্লাবগুলোর এই চা চক্রে অংশ না নেওয়ার সিদ্ধান্তে খানিকটা হতাশ ক্রিকেটাররা। নিজেদের ভবিষ্যৎ নিয়ে খানিকটা চিন্তিত তারা। ক্রিকেটের ভালোর জন্য বিদ্রোহী ক্লাবগুলোকে আলোচনায় বসার আহ্বান জানান ক্রিকেটাররা।

