অসুস্থতার কারণে গল টেস্টে মেহেদি হাসান মিরাজের খেলা হয়নি। কলম্বোয় দ্বিতীয় টেস্টের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন মিরাজ। ফলে তাকে এই টেস্টের একাদশে দেখা যাচ্ছে- এটা নিশ্চিত। মিরাজ ফেরায় বাংলাদেশ একাদশে নিশ্চিত করেই থাকবে একাধিক পরিবর্তন। ম্যাচের আগে মিরাজের ফেরার খবর বাংলাদেশের জন্য হয়ে এসেছে সুখবর হিসেবে। তবে এতে ভয় পাচ্ছে না শ্রীলঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। তার মতে মিরাজ কলম্বোয় হুমকি হয়ে উঠবে না স্বাগতিকদের জন্য।
এই নিয়ে তিনি বলেন, ‘আমি তেমনটা মনে করি না (হুমকি হবে)। সে তো শেষ কয়েকটি টেস্ট ম্যাচও খেলেছে। মিরাজকে সেভাবে থ্রেট হিসেবে ভাবছি না। সে আমাদের বিপক্ষে বাংলাদেশের মাটিতে নিজেদের হোম কন্ডিশনেও সর্বশেষ কিছু টেস্ট ম্যাচ খেলেছে। সে দেশের হয়ে দারুণ করছে। খুব বড় হুমকি হিসেবে দেখছি না, তবে লড়াইটা ভালো হবে।’
মিরাজকে নিয়ে বাড়তি পরিকল্পনা না থাকলেও বাংলাদেশকে সমীহ করছে স্বাগতিকরা। টেস্ট জিততে কলম্বোয় বাংলাদেশের ২০ উইকেটই নিতে হবে- এমনটাই জানান ধনঞ্জয়া। তার কথায়, ‘আমি এখন যেমন বলছি, প্রথম ইনিংসে রান করাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রথম ইনিংসে বড় রান করতে পারেন, তাহলে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করা যাবে এবং ২০ উইকেট নিয়ে টেস্ট ম্যাচ জেতা সম্ভব হবে।’ তিনি আরো যোগ করেন, ‘এটা হবে একটি ফ্ল্যাট উইকেট। সাধারণত এমন উইকেটেই খেলা হয়, কারণ শেষ দুই দিনে বল একটু টার্ন করে। আমি মনে করি একটু স্পিন থাকবে, হয়তো শেষ দিকে এসে সেটা আরো দেখা যাবে। তাই এটার জন্য প্রস্তুতি নিতে হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

