খেলা নেই। সিলেট টাইটান্স দল ছিল বিশ্রামে। এমন দিনে গণমাধ্যমের চাহিদা অনুযায়ী মঈন আলীকে সংবাদ সম্মেলনে আনে সিলেট টাইটান্স। প্রায় ২০ মিনিটের সেই সংবাদ সম্মেলনে নানা বিষয় নিয়ে কথা বলেন। এর মধ্যে উঠে আসে বাংলাদেশ ক্রিকেটের কথা। বাংলাদেশ দল প্রসঙ্গে জানান, বিশ্বমানের ক্রিকেটারের অভাব আছে। এই অভাব দেখলেও লেগ স্পিনার রিশাদ হোসেনের মধ্যে বাংলাদেশের বড় তারকা হওয়ার সম্ভাবনা দেখেন বলেও জানান মঈন আলী।
আজ সিলেটে টিম হোটেলে মঈন আলী বলেন, ‘আমার মনে হয়, আগে হয়তো দুই-তিনজন বিশ্বমানের খেলোয়াড় ছিল—যেমন তামিম, সাকিব। তারা বড় খেলোয়াড় ছিল। শুধু বিশ্বমানের খেলোয়াড় হওয়া নয়, তাদের ক্যারেক্টারও খুব ভালো ছিল। তারা ফাইটার ছিল, আর যেভাবে খেলত, তারা ছিল মানসম্পন্ন খেলোয়াড়। দীর্ঘ সময় ধরে এই দুজনকে পাওয়াটা বাংলাদেশের জন্য বড় সৌভাগ্যের ছিল।’
বাংলাদেশ দলের বর্তমান স্কোয়াড নিয়ে খুব একটা খুশি নন মঈন আলী। তার কাছে মনে হয়েছে শুধু মোস্তাফিজুর রহমান ছাড়া আর বিশ্বমানের কোনো তারকা ক্রিকেটার নেই বাংলাদেশ দলে। এ নিয়ে মঈন আলী বলেন, ‘একটা নির্দিষ্ট লেভেলে অনেক ভালো খেলোয়াড় আছে, কিন্তু এই মুহূর্তে সেই বিশ্বমানের খেলোয়াড়রা নেই।’
মোস্তাফিজের ব্যাপারে মঈন আলী বলেন, ‘অবশ্যই ফিজ আছে। আমি জানি ফিজ বিশ্বমানের, কিন্তু সে তখনো খেলছিল। তবে দলে চরিত্রও দরকার। আর সৎভাবে বলতে গেলে, আমার মনে হয় তারা সেই জায়গাটায় একটু ঘাটতিতে আছে।’
মোস্তাফিজের মতো বিশ্বমানের তারকা হওয়ার পথে লেগ স্পিনার রিশাদ হোসেন আছে জানিয়ে মঈনের ভাষ্য ছিল, ‘আমার মনে হয়, সে (রিশাদ) বাংলাদেশে পরবর্তী বড় খেলোয়াড় হবে। সে দারুণ বোলার।’ বিশ্বমানের তকমা দিলেও রিশাদ হোসেন খেলছেন না এবারের বিপিএলে। তিনি আপাতত হোবার্ট হ্যারিকেন্সের হয়ে মাতাচ্ছেন বিগব্যাশ। এটাকে ইতিবাচক হিসেব করে মঈন বলেন, ‘আমি মনে করি, তার ক্ষেত্রে এখন বিগ ব্যাশে খেলার সিদ্ধান্ত সঠিক। সেখানে সে আরও বেশি শিখবে, আর সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

