আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রিশাদ-রানাদের নিরাপত্তায় বিসিবির গুরুত্বারোপ

স্পোর্টস রিপোর্টার
রিশাদ-রানাদের নিরাপত্তায় বিসিবির গুরুত্বারোপ

পাকিস্তান এবং ভারতের মধ্যকার চলমান উত্তেজনার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গণে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। খুব স্বাভাবিকভাবেই তাদের চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দুই ক্রিকেটারের নিরাপত্তা ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।

পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন রিশাদ। অন্যদিকে রানার ঠিকানা পেশোয়ার জালমি। তাদের সঙ্গে ইতোমধ্যে বিসিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত ২৪ ঘন্টা ধরে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা ও সুস্থতা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার।’

বিসিবি আরও জানিয়েছে, ‘চলমান পিএসএলে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় রিশাদ হোসেন এবং নাহিদ রানার সাথে বোর্ড নিয়মিত যোগাযোগ রাখছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ব্যক্তিগতভাবেও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং খেলোয়াড়দের নিরাপত্তা এবং মানসিক শান্তি নিশ্চিত করতে পিএসএলের সিইও সালমান নাসির এবং রিশাদের সাথে সরাসরি কথা বলেছেন। বিসিবি আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সাথে সক্রিয় সমন্বয় করছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

তিন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিয়ে সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন