মোস্তাফিজকে নিয়ে তোপের মুখে দিল্লি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ২০: ০৩
আপডেট : ১৬ মে ২০২৫, ২০: ৪০

বদলি হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরের বাকি অংশের জন্য মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। যেটা মোটেও ভালোভাবে নেয়নি ফ্রাঞ্চাইজিটির সমর্থক তথা ভারতীয়রা। রীতিমতো ভারতের রাজধানী পাড়ার ফ্রাঞ্চাইজিটির ওপর তোপ দাগছেন তারা।

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের অবনতি হয়েছে। সীমান্তে বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঁদা ছুড়াছুঁড়ি চলছে দুই দেশের নাগরিকদের মাঝে। এবার সেটার প্রভাব দেখা গেল ক্রীড়াঙ্গণেও। মোস্তাফিজকে নেওয়ায় এসেছে দিল্লির ম্যাচ বয়কটের ডাক। পাশাপাশি তীব্র ক্ষোভের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অনেককেই আবার আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ইনস্টাগ্রামে পার্টিক নট প্রতীক নামক একটা অ্যাকাউন্ট থেকে লিখা হয়েছে, ‘যা হয়েছে তার পরে কেন বাংলাদেশের খেলোয়াড়দের আইপিএলে খেলার অনুমতি দেওয়া হচ্ছে? দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজকে সই করানোর পর আমার মনে হচ্ছে বাংলাদেশ সিরিজ হবে এবং এশিয়া কাপও হবে।’

ভয়েস অব হিন্দুস নামক অ্যাকাউন্টের ক্ষোভ প্রকাশের ভাষা ছিল এমন, ‘বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে, আইপিএল নিলামে সমস্ত ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশি খেলোয়াড়দের বয়কট করার পর, দিল্লি ক্যাপিটালস এখন নির্লজ্জভাবে বাংলাদেশি খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে সই করিয়েছে। হিন্দুরা ঐক্যবদ্ধ হও এবং এই জাতীয়তাবিরোধী ফ্র্যাঞ্চাইজি লিগকে বয়কট করো।’

মান্নি নাম অ্যাকাউন্ট থেকে লিখা হয়েছে, ‘দিল্লি ক্যাপিটালসের লজ্জাজনক পদক্ষেপ। বাংলাদেশে যখন হিন্দুদের হত্যা করা হচ্ছে এবং অন্যরা সংহতি প্রকাশ করছে, তখন দিল্লি মোস্তাফিজুর রহমানের সঙ্গে চুক্তি করেছে।’

ভারতীয়রা ক্ষোভ জানালেনও ইতোমধ্যে মোস্তাফিজকে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৮ থেকে ২৪ মে- এই সাতদিন দিল্লির সঙ্গে থাকবেন বাঁহাতি পেসার। তার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৭ মে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মোস্তাফিজ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত