খেলোয়াড়ি জীবনে ঘরোয়া ক্রিকেটে বেশিরভাগ সময়ই মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। শুধু খেলেছেন বললে ভুল হবে মোহামেডানকে জিতিয়েছেন একাধিক শিরোপা। সেই বুলবুল এবার হয়েছেন বিসিবি সভাপতি। তাকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন মোহামেডান ক্লাব।
প্রতিবার ঢাকায় আসলেই মতিঝিলে মোহামেডান ক্লাবে যান আমিনুল ইসলাম বুলবুল। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার আগের দিনও বুলবুল যান সেখানে।
এবার তাকে অভিনন্দন জানিয়েছেন মোহামেডান ক্লাবের দুই শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম ও লোকমান হোসেন ভূঁইয়া। ক্লাবের পক্ষ থেকে বুলবুলের হাতে অভিনন্দনপত্র তুলে দেন তারা।
মোহামেডানের দায়িত্ব পালনের পাশাপাশি মাহবুব আনাম বিসিবির বোর্ড পরিচালক। এ ছাড়া লোকমান হোসেন ভূঁইয়া এক সময় বিসিবি বোর্ড পরিচালক ছিলেন। মোহামেডানের ডিরেক্টর অব ইনচার্জের দায়িত্বও পালন করেছেন তিনি।

