আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে তাইজুল ইসলাম ছিলেন দারুণ ছন্দে। সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের হয়ে সবার উপরে ওঠার সিরিজে তার শিকার ছিল ১৩ উইকেট। এমন দারুণ পারফরমানসের দরুন মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন তাইজুল ইসলাম। তার সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার সাইমন হারমার এবং পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ।
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। তাইজুলকে নিয়ে আইসিসি লিখেছে, ‘ঘরের মাঠে নির্ভরযোগ্য ম্যাচজয়ী হিসেবে সুনাম বজায় রেখেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার।’ তাইজুলের মতো বল হাতে দারুণ ছন্দে ছিলেন সাইমন হারমার। ভারতকে হোয়াইটওয়াশ করার সিরিজে দুই ম্যাচে তার শিকার ছিল ১৭ উইকেট। অন্যদিকে তাইজুল-হারমারের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ। শ্রীলঙ্কা-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে ১০ উইকেট নেন তিনি।
তাইজুল ইসলামের আগে বাংলাদেশের হয়ে তিনজন ক্রিকেটার আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়েছেন। চলতি বছরের মে মাসে এ পুরস্কার পান মেহেদি হাসান মিরাজ। এর আগে সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম পান এ পুরস্কার।
মেয়েদের ক্রিকেটে নভেম্বরের সেরা ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেয়েছেন ভারতের শেফালি ভার্মা, থাইল্যান্ডের থিপাচা পুথাওয়াং এবং আরব আমিরাতের এশা ওজা। গত ২ নভেম্বর মেয়েদের বিশ্বকাপ ফাইনালে ভারতের জয়ে দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেন শেফালি।

