স্পোর্টস ডেস্ক
রীতিমতো উড়ছিল পিএসজি। চ্যাম্পিয়নস লিগসহ মৌসুমে চারটি শিরোপা ঘরে তোলে প্যারিসিয়ানরা। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়ালকে উড়িয়ে ফাইনালে জায়গা করে নেয়। তাই শিরোপা জয়ের দৌঁড়ে ফেভারিট মনে করা হচ্ছিল লিগ ওয়ান জায়ান্টদের। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে এসে চেলসির কাছে পাত্তা পেল না পিএসজি। তাদের ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
আসরের আগের ৬ ম্যাচে মাত্র এক গোল হজম করে পিএসজি- গ্রুপ পর্বে বোতাফোগোর কাছে হেরে যাওয়া একমাত্র ম্যাচে। বিপরীতে প্রতিপক্ষের জালে বল পাঠায় ১৬ বার। সেই পিএসজিই ফাইনালে চেলসির সঙ্গে প্রতিদ্বন্ধিতা গড়তে পারল না। ধারহীন আক্রমণের পাশাপাশি নড়বড়ে রক্ষণে শিরোপার খুব কাছে এসেও হতাশা নিয়ে ফিরতে হলো ফ্রান্সের রাজধানী পাড়ার ক্লাবটিকে। ফাইনালে জোড়া গোলে চেলসির জয়ের নায়ল কোল পালমার। পাশাপাশি সতীর্থকে দিয়ে বাকি গোলটি করান এই ইংলিশ উইঙ্গার। এছাড়া বড় অবদান আছে রবার্তো সানচেজের। ফাইনালে ছয়টি সেভ দেন চেলসির এই গোলরক্ষক। এর মধ্যে চারটি ছিল গোল হওয়ার মতোই। পোস্টের নিচে এমন দুর্দান্ত সব সেভ দিয়ে প্রশংসায় ভাসছেন সানচেজ।
ম্যাচের সবকটি গোল হয়েছে প্রথমার্ধে। ২২ মিনিটে এগিয়ে যায় চেলসি। সতীর্থের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন পালমার। আট মিনিটের মাথায় ব্যবধান বাড়ান আক্রমণভাগের এই ফুটবলার। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা পেরিয়ে ফের বাঁ পায়ের শটে জালে বল জড়ান পালমার। ৪৩ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন জোয়াও পেদ্রো। পালমারের কাছ থেকে বল পেয়ে গোল করেন এই তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার। কিছুদিন আগেই চেলসি শিবিরে যোগ দেন পেদ্রো। ক্লাব বিশ্বকাপে সব মিলিয়ে ৩ গোল করলেন এই প্রতিভাবান ফুটবলার।
দুই ট্রফি জিতে মৌসুম শেষ করল চেলসি। এর আগে গত মে মাসে জেতে উয়েফা কনফারেন্স লিগের শিরোপা। ফাইনালে রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারায় জায়ান্টরা। টানা ব্যর্থতার পর এনজো মারেস্কার কোচিংয়ে যেন ঘুরে দাঁড়ানোর বার্তাই দিচ্ছে চেলসি।
রীতিমতো উড়ছিল পিএসজি। চ্যাম্পিয়নস লিগসহ মৌসুমে চারটি শিরোপা ঘরে তোলে প্যারিসিয়ানরা। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়ালকে উড়িয়ে ফাইনালে জায়গা করে নেয়। তাই শিরোপা জয়ের দৌঁড়ে ফেভারিট মনে করা হচ্ছিল লিগ ওয়ান জায়ান্টদের। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে এসে চেলসির কাছে পাত্তা পেল না পিএসজি। তাদের ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
আসরের আগের ৬ ম্যাচে মাত্র এক গোল হজম করে পিএসজি- গ্রুপ পর্বে বোতাফোগোর কাছে হেরে যাওয়া একমাত্র ম্যাচে। বিপরীতে প্রতিপক্ষের জালে বল পাঠায় ১৬ বার। সেই পিএসজিই ফাইনালে চেলসির সঙ্গে প্রতিদ্বন্ধিতা গড়তে পারল না। ধারহীন আক্রমণের পাশাপাশি নড়বড়ে রক্ষণে শিরোপার খুব কাছে এসেও হতাশা নিয়ে ফিরতে হলো ফ্রান্সের রাজধানী পাড়ার ক্লাবটিকে। ফাইনালে জোড়া গোলে চেলসির জয়ের নায়ল কোল পালমার। পাশাপাশি সতীর্থকে দিয়ে বাকি গোলটি করান এই ইংলিশ উইঙ্গার। এছাড়া বড় অবদান আছে রবার্তো সানচেজের। ফাইনালে ছয়টি সেভ দেন চেলসির এই গোলরক্ষক। এর মধ্যে চারটি ছিল গোল হওয়ার মতোই। পোস্টের নিচে এমন দুর্দান্ত সব সেভ দিয়ে প্রশংসায় ভাসছেন সানচেজ।
ম্যাচের সবকটি গোল হয়েছে প্রথমার্ধে। ২২ মিনিটে এগিয়ে যায় চেলসি। সতীর্থের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন পালমার। আট মিনিটের মাথায় ব্যবধান বাড়ান আক্রমণভাগের এই ফুটবলার। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা পেরিয়ে ফের বাঁ পায়ের শটে জালে বল জড়ান পালমার। ৪৩ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন জোয়াও পেদ্রো। পালমারের কাছ থেকে বল পেয়ে গোল করেন এই তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার। কিছুদিন আগেই চেলসি শিবিরে যোগ দেন পেদ্রো। ক্লাব বিশ্বকাপে সব মিলিয়ে ৩ গোল করলেন এই প্রতিভাবান ফুটবলার।
দুই ট্রফি জিতে মৌসুম শেষ করল চেলসি। এর আগে গত মে মাসে জেতে উয়েফা কনফারেন্স লিগের শিরোপা। ফাইনালে রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারায় জায়ান্টরা। টানা ব্যর্থতার পর এনজো মারেস্কার কোচিংয়ে যেন ঘুরে দাঁড়ানোর বার্তাই দিচ্ছে চেলসি।
সেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
২৪ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
১ ঘণ্টা আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
১ ঘণ্টা আগেদারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
১১ ঘণ্টা আগে