রাওয়ালপিন্ডির সুখস্মৃতি কাজে লাগাতে চান সিমন্স

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭: ৩০

ভারতের বিপক্ষে হারের পর চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকতে বাংলাদেশের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই। হারলেই বাদ এমন সমীকরণ নিয়ে মাঠে নামার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের তাজা সুখস্মৃতি বাংলাদেশের সঙ্গী থাকবে এই ম্যাচে। সবকিছু মিলিয়ে কিউইদের বিপক্ষে ম্যাচের আগে বেশ ইতিবাচক এই ওয়েস্ট ইন্ডিয়ান। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে যা বলেছেন সিমন্স, সেটা তুলে ধরা হলো আমার দেশ-এর পাঠকদের জন্য।

বিজ্ঞাপন

কঠিন প্রতিপক্ষ নিউজিল্যান্ড

এই টুর্নামেন্টের সব খেলাই চাপের খেলা। বিশ্বের সেরা ৮ দল এখানে খেলেছে। আপনি আশা করবেন সবগুলো ম্যাচই কঠিন হবে। হ্যাঁ, তারা ভালো খেলছে কিন্তু আগামীকাল (আজ) নতুন দিন। আমরা নিশ্চিত করার চেষ্টা করব তারা যেমন খেলছে, তেমন যেন না খেলে।

মাহমুদউল্লাহ রিয়াদের অবস্থা

আজই জানতে পারব। সে আজ ফিটনেস টেস্ট দেবে। তারপর আজকের অনুশীলন শেষে জানতে পারব আগামীকালের ম্যাচের জন্য সে অ্যাভেইলঅ্যাবল কী না।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ বেশি খেলা

অনেক দলের সঙ্গেই আমরা অনেক বেশি খেলে থাকি। কিন্তু যখন টুর্নামেন্টে আসবেন, তখন অনেকগুলো দল দ্বিপাক্ষিক সিরিজের মতো খেলে না। তারা এখন টুর্নামেন্টে কেমন খেলছে, সেটা দেখতে হবে। আগের সিরিজে কী হয়েছে, সেভাবে দেখার সুযোগ নেই।

পাকিস্তানে প্রস্তুতি

এটা পর্যাপ্ত। গতকাল (পরশু) ভালো প্রস্তুতি হয়েছে। আইসিসি গ্রাউন্ডে সুযোগ-সুবিধা ছিল। সেখানে ভালো প্রস্তুতি হয়েছে। আজকে (গতকাল) ভালো একটা প্রস্তুতি নেব। আমরা আগামীকালের (আজ) জন্য প্রস্তুত।

পেস আক্রমণে বদল

আমরা অনেক কিছু নিয়ে চিন্তা করছি। প্রথমে দেখতে হবে রিয়াদ ফিট কী না। যেটা আগেই বলেছি। তারপর জানতে হবে কীভাবে পুরো একাদশে ভারসাম্য আনতে হবে। আজকের (গতকাল) অনুশীলনের পর কিছুটা আন্দাজ করতে পারব। আমাদের উইকেট দেখতে হবে এবং সবকিছু বিবেচনা করতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামীকাল (আজ) উইকেট দেখার পর।

রাওয়ালপিন্ডির সুখস্মৃতি টেস্ট জয়

আশা করি এটা কাজে লাগবে। কারণ, পাকিস্তানের মাটিতে তাদের হারানো সহজ নয়। এটা তাদের (বাংলাদেশ দল) অনেক বেশি আত্মবিশ্বাস দেবে। তাই আশা করছি তারা এটাকে দারুণভাবে নেবে।

কত স্কোরকে ভালো ভাবছেন

এখানে সাধারণত বড় স্কোর হয়। গতকাল (পরশু) লাহোরে দেখেছি বড় স্কোর হয়েছে। আমরা আশা করছি এখানে ৩০০’র বেশি স্কোর হবে।

ব্যাটারদের নিয়ে আত্মবিশ্বাস

হ্যাঁ, আছে। শেষ ৫ ম্যাচের মধ্যে দুবার আমরা ৩০০’র বেশি স্কোর করেছি। এটা করার মতো আত্মবিশ্বাস আমাদের ব্যাটারদের আছে। শেষ ম্যাচে আমরা ভালো শুরু করতে পারিনি, তবুও ২০০ হয়েছে। যত ভালো শুরু করতে পারব, তত ভালো শুরু পাব।

পুরোনো রেকর্ড বলছে নিউজিল্যান্ডকে হারানো কঠিন

এটা রেকর্ডের টুর্নামেন্ট নয়। সবকিছুই আগামীকালের (আজ) ব্যাপার। আমরা আগামীকাল (আজ) তাদের বিপক্ষে খেলব। দেখা যাক কী হয়।

৩০০ রান করেও জয় পাওয়া সম্ভব হয়নি

ব্যাটাররা ভালো ব্যাটিং করেছে। আমরা ৩০০’র বেশি রান করেছি, তারাও করেছে। এভাবেই ম্যাচ হেরেছি। তাদের অল্প রানে আটকে দেওয়া দরকার ছিল। আমরা ভালো বোলিং করিনি ওই ম্যাচগুলোতে।

জয়ের জন্য কী করা উচিত

শেষ ম্যাচে ব্যাটিংয়ে ১০ ওভার ও বোলিংয়ে ১০ ওভারের মধ্যে আমরা হেরেছি। আমাদের নিশ্চিত করতে হবে আগামীকাল (আজ) এ দুই জায়গায় আমরা জিতব। তারপর দেখা যাক কী হয়।

টপ অর্ডার

আমি তাদের ফর্ম নিয়ে চিন্তিত নই। আমাদের ১০ ওভারের মধ্যে ভালো করতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত