এবারের মৌসুমে ম্যানচেস্টার সিটির শেষ আশাটা ছিল এফএ কাপ ঘিরে। যদিও এই প্রতিযোগিতাতেও হতাশ করল পেপ গার্দিওলার শিষ্যরা। ফাইনালে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করল ম্যানচেস্টারের প্রতিনিধিরা।
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌঁড় থেকে মৌসুমের মাঝপথেই ছিটকে গেছে ম্যানসিটি। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগ ও কারাবাও কাপের শেষ ষোল থেকে বিদায় নিয়েছে সিটিজেনরা। এবার এফএ কাপ থেকেও খুশির উপলক্ষ পেল না সিটিজেনরা।
ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ১৬তম মিনিটে ম্যানসিটির জালে বল জড়ান ক্রিস্টালের অ্যাটাকিং মিডফিল্ডার কাম উইঙ্গার এবেরেচি এজে। এই গোলটাই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়। আক্রমণ শানিয়েও আর ম্যাচে ফিরতে পারেনি ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

