আনুশকাকে শিরোপা উৎসর্গ কোহলির

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১২: ১৯

অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছিল না। সেই ২০০৮ সালে শুরু। এরপর গত ১৭ মৌসুম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলেছেন বিরাট কোহলি। এর আগে তিনবার ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি তার। অবশেষে আরাধ্য আইপিএল শ্রেষ্ঠত্বের মুকুট ধরা দিলো ১৮তম আসরে এসে। বহু আরাধ্য সেই আইপিএল শিরোপা স্ত্রী আনুশকা শর্মাকে উৎসর্গ করেছেন কোহলি।

আইপিএলের প্রথম শিরোপা জেতার পথে ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারায় বেঙ্গালুরু। ফ্রাঞ্চাইজিটির করা ১৯০ রানের জবাবে ১৮৪ রানে থামে পাঞ্জাবের ইনিংস। দলের ইতিহাস গড়ার দিনে ৩৫ বলে ৪৩ রানের ইনিংস খেলেন কোহলি।

বিজ্ঞাপন

দলের জয়ের নিশ্চিত হওয়ার পর হাঁটু গেড়ে বসে পড়েন কোহলি। এরপর লম্বা সময়ধরে বেশ আবেগতাড়িত হয়ে থাকতে দেখা যায় তাকে। এতোকিছুর পরও মাঠে আসা আনুশকাকে খুঁজে নিতে ভুল করেননি কোহলি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। তার আগে থেকেই কোহলির খেলা দেখতে নিয়মিত মাঠে হাজির হতেন আনুশকা।

ফাইনাল জয়ের পর আনুশকাকে নিয়ে কোহলি বলেন, ‘আনুশকার সঙ্গে আমার ১১ বছর কেটে গেছে। সে বিরামহীনভাবে মাঠে আমার খেলা দেখতে আসে। অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছে সে। আমাদের হারতে দেখেছে। আপনার জীবনসঙ্গী আপনার খেলার জন্য যেসব ত্যাগ করে বা কঠিন সময়ে যেভাবে আপনাকে সমর্থন করে, তা আপনি ভাষায় ব্যাখ্যা করতে পারবেন না। পেশাদারভাবে ক্রিকেট খেললেই আপনি বুঝতে পারবেন পর্দার আড়ালে কী হয় এবং পরিবারের সদস্যরা কেমন পরিস্থিতির মধ্য দিয়ে যায়।’

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত