জয়ের ছন্দে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৩: ৪৫
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৪: ৪১
হাসান নাওয়াজের ফিফটি উদযাপন

জয় দিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচেও জয়ের ছন্দটা ধরে রাখল সালমান আগারা। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর এবার তারা ধরাশায়ী করল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে। পাকিস্তান জিতল ৩১ রানে। এশিয়া কাপের আগে এই টানা দুই জয় ফকর-হারিসদের আত্মবিশ্বাসটা বেড়ে গেল নিঃসন্দেহে।


শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০৭ রানের বিশাল পুঁজি গড়ে পাকিস্তান। ওপেনার সাহিবজাদা ফারহান দ্রুত ফিরলেও দুর্দান্ত এক ফিফটি হাঁকান আরেক উদ্বোধনী ব্যাটসম্যান সাইয়ুম আইয়ুব (৬৯)। হাফসেঞ্চুরি আসে হাসান নাওয়াজের (৫৬) ব্যাট থেকে।


হিমালয়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বাজে খেলে ফেলে সংযুক্ত আরব আমিরাত। ৭৬ রান তুলতেই শুরুর ৫ উইকেট খুইয়ে ফেলে সিরিজের আয়োজকরা। দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন আসিফ খান। কিন্তু লাভ হয়নি। ৭৭ রান যোগ করেই ফিরে যান। মুহাম্মাদ ওয়াসিমের এনে দেন ৩৩ রান।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২০৭/১০, ২০ ওভার (আইয়ুব ৬৯, হাসান নাওয়াজ ৫৬, মোহাম্মদ নাওয়াজ ২৫; জুনায়েদ ৩/৪৯, সগির ৩/৪৪ ও হায়দার ২/৩২)।

সংযুক্ত আরব আমিরাত: ১৭৬/৮, ২০ ওভার (আসিফ ৭৭, ওয়াসিম ৩৩; হাসান আলী ৩/৪৭ ও মোহাম্মদ নাওয়াজ ২/২১)।

ফল: পাকিস্তান ৩১ রানে জয়ী।

ম্যাচসেরা: সাইয়ুম আইয়ুব।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত