মাহমুদউল্লাহ অমূল্য এক সম্পদ : ফারুক

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ২৩: ৪৫
বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও মাহমুদউল্লাহ রিয়াদ

দিনকয়েক আগে এক দিনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মুশফিকুর রহিম। এবার বর্ণাঢ্য ওয়ানডে ক্যারিয়ার থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার রাতে হঠাৎ এক ফেসবুক স্ট্যাটাসে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে নিজের সম্পর্কোচ্ছেদের খবর জানিয়ে দেন। প্রিয় সতীর্থরা বিদায়ী বার্তায় ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন মাহমুদউল্লাহকে। বিদায়বেলায় তারকা এ অলরাউন্ডারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।


আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে তারকা এ অলরাউন্ডারকে ‘অমূল্য সম্পদ’ হিসেবেই অভিহিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, ‘এটা বাংলাদেশ ক্রিকেট-সংশ্লিষ্ট সবার জন্যই বিষাদের একটি মুহূর্ত। প্রায় দুই দশক মাহমুদউল্লাহ জাতীয় দলের অন্যতম প্রধান ভরসা ছিল। ধারাবাহিকতা ও চাপের ভেতর থেকে বেরিয়ে আসতে পারার ক্ষমতা তাকে অমূল্য এক সম্পদে পরিণত করেছিল। খেলার প্রতি তার নিবেদন ও পারফরম্যান্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মানদণ্ড তৈরি করেছে। তার লিগ্যাসি অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে।’

বিজ্ঞাপন


বিদায়বেলায় মাহমুদউল্লাহর জয়গানও গেয়েছেন বিসিবি সভাপতি, ‘গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফর্ম করার জন্য মাহমুদউল্লাহর আলাদা একটা সুনাম ছিল বাংলাদেশ ক্রিকেটে। ব্যাট অথবা বল হাতে, সবচেয়ে দরকারি মুহূর্তে সে পারফর্ম করেছে। চ্যালেঞ্জিং সময়ে তার মাথা ঠাণ্ডা রাখার গুণ ও মাঠে নেতৃত্বগুণ তাকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সম্মানিত ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।’


দেশের ক্রিকেটে অবদানের জন্য মাহমুদউল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফারুক। ভবিষ্যৎ জীবনের জন্য জানিয়েছেন শুভকামনা, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা মাহমুদউল্লাহর দুর্দান্ত এক ক্যারিয়ারকে উদ্‌যাপন করি। একইসঙ্গে এতগুলো বছর দল ও খেলার জন্য নিবেদনে তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। এ বিষয়েও আমরা আত্মবিশ্বাসী যে, তার অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেটকে সমৃদ্ধ করে যাবে।’


বাংলাদেশের ক্রিকেটে অসামান্য অবদানের জন্য মাহমুদউল্লাহর প্রশংসায় পঞ্চমুখ সাবেক তারকা ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, ‘বাংলাদেশের ক্রিকেটের বাতিঘর হও। ক্রিকেটার পরিচয়ে দুহাত ভরে দিয়েছ বাংলাদেশের ক্রিকেটকে। প্রতিপক্ষের বিধ্বংসী বাউন্সার চোখে চোখ রেখে সামলেছ দিনের পর দিন। মাঠ আর মাঠের বাইরে জুনিয়র-সিনিয়রদের কাছে দারুণ ভরসা হয়েছিলে। ইন্টারন্যাশনাল সার্কিটে তোমার জার্নি যে কোনো ক্রিকেটারের জন্য বড় অনুপ্রেরণা।’
সাবেক এই উইকেটরক্ষকের প্রত্যাশা, মাহমুদউল্লাহর হাতে গড়ে উঠবে ভবিষ্যতের অনেক তারকা, ‘প্লিজ, এখানেই থামবে না। তোমার হাত ধরেই আরো অনেক মাহমুদউল্লাহ তৈরি হোক, সে স্বপ্ন সব সময় দেখি। খেলার প্রতি তোমার যে নিখাদ ভালোবাসা আর সততা আছে, সেটিই সবচেয়ে বেশি দরকার এ সময়। ভালোবাসা নিও প্রিয় রিয়াদ। আমি তোমার অনেক বড় ভক্ত হয়ে থাকতে চাই সব সময়।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত