দিল্লীতে খেলতে গিয়ে বিপাকে রাণী হামিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১২: ৫৫
আপডেট : ১২ জুন ২০২৫, ১৩: ০৯

বাংলাদেশের দাবা অঙ্গনে তো বটেই, দেশের ক্রীড়াঙ্গনেই কিংবদন্তি নাম রাণী হামিদ। দাবার এই কিংবদন্তি বিশ্বের নানান দেশে খেলতে যান। এবার তিনি বিপাকে পড়েছেন ভারত সফরে গিয়ে। দিল্লির উন্মুক্ত গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্টে তার সফরসঙ্গীকে ফেরত পাঠানোয় তিনি বিপাকে পড়েছেন। খবর ভারতের শীর্ষ স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।

বিজ্ঞাপন

বার্ধক্যের কারণে রাণী হামিদ একা বিদেশে কোনো টুর্নামেন্ট খেলেন না। একজন সঙ্গী রাখেন সব সময়। এবার দিল্লি টুর্নামেন্টে তার সঙ্গী ছিলেন দাবাড়ু আছিয়া সুলতানা। আছিয়াকে দিল্লি ইমিগ্রেশন ভারতে প্রবেশের অনুমতি দেয়নি। তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। ফলে রাণী হামিদ একা রয়ে গেছেন ভারতে।

ঈদের আগের দিন আছিয়া ও রাণী হামিদ দিল্লিতে রওনা হন। আছিয়া রাতে বিমানবন্দরেই ছিলেন। ঈদের দিন সকালে তিনি দেশে ফেরত আসেন। মেডিকেল ভিসায় খেলতে যাওয়ার কারণ দেখিয়ে আছিয়াকে আটকে দেয় ভারতের ইমিগ্রেশন।

আছিয়া সুলতানা বাংলাদেশের দাবা অঙ্গনে খুব পরিচিত নাম নয়। বছর দুই-তিনেক যাবৎ খেলছেন। অনেকটা সৌখিন দাবাড়ু হলেও রেটিং রয়েছে। রাণী হামিদের সঙ্গে শ্রীলঙ্কাও ছিলেন সম্প্রতি। ভারতের এই টুর্নামেন্টেও তার রাণী হামিদের সঙ্গে খেলার কথা ছিল।

রাণী হামিদ উপমহাদেশের একজন কিংবদন্তী দাবাড়ু। আশি বছরের বেশি বয়সও হলেও তিনি খেলে যাচ্ছেন। ভারত, শ্রীলঙ্কা সহ আরো অনেক দেশ বিভিন্ন টুর্নামেন্টে তাকে বিশেষ আমন্ত্রণ জানায়। দিল্লির এই টুর্নামেন্টেই তাকে সকল ব্যয় আয়োজকরাই বহন করেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত