কোরিয়ার কাছে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৭: ০৪
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৭: ১২

এএফসি অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে টানা দুই জয় তুলে নেয় বাংলাদেশ। তবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পেরে উঠল না পিটার বাটলারের শিষ্যরা। র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বর দলটির কাছে ৬-১ গোলে হারল আফঈদা খন্দকারের দল।

লাওসকে ৩-১ গোলে হারিয়ে বাছাইপর্ব শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আরো বিধ্বংসী ছিল দলটি- পূর্ব তিমুরকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। টানা দুই জয় পাওয়ায় কোরিয়ার সঙ্গে ন্যূনতম ড্র করলেই বয়সভিত্তিক এশিয়ান কাপের মূল পর্বের টিকিট নিশ্চিত হতো তাদের। কিন্তু হেরে যাওয়ায় সমীকরণ কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য। অন্যদিকে তাদের হারিয়ে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করল কোরিয়া।

বিজ্ঞাপন

হারলেও শুরুতে লিড নেয় বাংলাদেশ। ১৪তম মিনিটে বাংলাদেশের ডাগআউটে উৎসবের উপলক্ষ্য এনে দেন তৃষ্ণা। কোরিয়ার এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে শট নেন শান্তি মার্ডি। তার শট প্রতিপক্ষের গোলরক্ষক ঠেকিয়ে দিলে ফিরতি বল পান তৃষ্ণা। সুযোগ পেয়ে জালে বল জড়াতে ভুল করেননি তিনি।

গোল হজমের পর মরিয়া হয়ে উঠে কোরিয়া। ১৯তম মিনিটে দলীয় প্রচেষ্টায় ম্যাচেও ফেরে জায়ান্টরা। সমতায় ফিরে একের পর এক আক্রমণ শানায় কোরিয়া। বিপরীতে রক্ষণে মনোযোগ দিতে বাধ্য হয় বাংলাদেশ। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে দুটি পরিবর্তন এনে রক্ষণের শক্তি বাড়ান বাটলার। তাই এই অর্ধে আর কোনো গোল করতে পারেনি কোরিয়া।

যদিও বিরতির পর আর আটকিয়ে রাখা যায়নি তাদের। এই অর্ধে নিজেদের সেরা ফুটবল উপহার দিয়ে পাঁচবার গোল উৎসব করে কোরিয়া। তাদের দাপুটে ফুটবলের কোনো জবাব দিতে পারেনি বাংলাদেশ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত