ইনজুরির কারণে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগ পর্বে খেলতে পারেননি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ইনজুরি কাটিয়ে ফেরা এই ক্রিকেটার ছিলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। তবে দলটি সুপার লিগে উঠতে না পারায় ডিপিএলে তার খেলা নিয়ে তৈরি হয় শঙ্কা। এবার সেই শঙ্কা কাটিয়ে মোহামেডানে নাম লিখিয়েছেন তিনি।
ডিপিএলের আয়োজক সিসিডিএমের নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার কোনো দলের হয়ে মাঠে না নামলে অন্য যে কোনো দলের হয়ে মাঠে নামতে পারবেন। সেই নিয়মের মাধ্যমে মোহামেডানে নাম লিখিয়েছেন তিনি।
মোহামেডানে নাম লেখানো এই ক্রিকেটার ইতোমধ্যে অনুশীলনে যোগ দিয়েছেন। শিরোপা প্রত্যাশী দলটি মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে মূলত পেসার তাসকিন আহমেদের বিকল্প হিসেবে। গোড়ালির ইনজুরির কারণে আপাতত মাঠের বাইরে আছেন এই ডানহাতি পেসার।

