স্পোর্টস ডেস্ক
প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ। ক্লাবগুলো সেরে নিয়েছে শেষ সময়ের অনুশীলনও। কারণটা সবার জানা- নতুন মৌসুমের মাঠের লড়াইয়ের দামামা যে বেজে গেছে। এবার মাঠে নামার পালা। ফুটবল অনুরাগীদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে অবশেষে। ক্রীড়াপ্রেমীদের সামনে চলে এসেছে রাত জেগে ফুটবল রোমাঞ্চের ঢেউয়ে ভেসে যাওয়ার উপলক্ষ। গ্যালারিতে বসে, নয়তো টিভির পর্দায় ম্যাচ উপভোগের সুযোগ এখন সামনে। আজ মাঠে গড়াচ্ছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তিনটিÑইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও ফরাসি লিগ ওয়ান।
ইংলিশ প্রিমিয়ার লিগ
আজ রাতে পর্দা উঠতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুমের। লিগের ১২৭তম আসরের প্রথম ম্যাচে আজ রাত ১টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে আতিথ্য নেবে এএফসি বোর্নমাউথ। এবারের আসরেও খেলবে ২০টি ক্লাব। লিগ শিরোপা জয়ের মিশন শেষ হবে ২০২৬ সালের ২৪ মে। এবার ইংলিশ লিগের পুরো মৌসুমজুড়ে থাকছে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি। বদলে যাচ্ছে লিগের অফিসিয়াল বল। নাইকের পরিবর্তে এবার খেলা হবে পুমার দেওয়া বলে। এবার চ্যাম্পিয়নশিপ লিগ প্রিমিয়ার লিগে খেলার টিকিট পেয়েছে লিডস ইউনাইটেড, বার্নলি ও সান্ডারল্যান্ড।
লা লিগা
স্প্যানিশ লা লিগার ৯৫তম মৌসুমও শুরু হচ্ছে আজ রাতে। ৩৮ ম্যাচের এই লিগটিও শেষ হবে ২০২৬ সালের ২৪ মে। ২০২৫-২৬ মৌসুমে লা লিগায় খেলার যোগ্যতা অর্জন করেছে লেভান্তে, এলচে ও রিয়াল ওভেইদো। আজ রাত ১১টায় জিরোনা-ভায়েকানোর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্টটি।
ফরাসি লিগ ওয়ান
ফরাসি লিগ ওয়ানের ৮৮তম আসরের মাঠের লড়াইও আরম্ভ হচ্ছে আজ রাতে। চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) খেলা এই লিগে খেলবে ১৮টি ক্লাব। ম্যাচ হবে সব মিলিয়ে ৩৪টি। লিগের খেলা শেষ হবে ২০২৬ সালের ১৬ মে। ২০২৫-২৬ মৌসুমে ফ্রান্সের শীর্ষ ফুটবল লিগ টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে লরিয়েন্ত, প্যারিস এফসি ও মেটজ। প্রথম ম্যাচে রেঁনে মুখোমুখি হবে অলিম্পিক মার্সেইয়ের। ম্যাচ শুরু হবে রাত ১২টা ৪৫ মিনিটে।
জার্মান লিগ বুন্দেসলিগা শুরু হচ্ছে ২২ আগস্ট। আর ইতালিয়ান লিগ সেরি এ মাঠে গড়াবে ২৩ আগস্ট। আর চ্যাম্পিয়নস লিগ ১৬ সেপ্টেম্বর, ইউরোপা লিগ ২৪ সেপ্টেম্বর ও কনফারেন্স লিগের লড়াই আরম্ভ হবে ২ অক্টোবর।
প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ। ক্লাবগুলো সেরে নিয়েছে শেষ সময়ের অনুশীলনও। কারণটা সবার জানা- নতুন মৌসুমের মাঠের লড়াইয়ের দামামা যে বেজে গেছে। এবার মাঠে নামার পালা। ফুটবল অনুরাগীদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে অবশেষে। ক্রীড়াপ্রেমীদের সামনে চলে এসেছে রাত জেগে ফুটবল রোমাঞ্চের ঢেউয়ে ভেসে যাওয়ার উপলক্ষ। গ্যালারিতে বসে, নয়তো টিভির পর্দায় ম্যাচ উপভোগের সুযোগ এখন সামনে। আজ মাঠে গড়াচ্ছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তিনটিÑইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও ফরাসি লিগ ওয়ান।
ইংলিশ প্রিমিয়ার লিগ
আজ রাতে পর্দা উঠতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুমের। লিগের ১২৭তম আসরের প্রথম ম্যাচে আজ রাত ১টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে আতিথ্য নেবে এএফসি বোর্নমাউথ। এবারের আসরেও খেলবে ২০টি ক্লাব। লিগ শিরোপা জয়ের মিশন শেষ হবে ২০২৬ সালের ২৪ মে। এবার ইংলিশ লিগের পুরো মৌসুমজুড়ে থাকছে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি। বদলে যাচ্ছে লিগের অফিসিয়াল বল। নাইকের পরিবর্তে এবার খেলা হবে পুমার দেওয়া বলে। এবার চ্যাম্পিয়নশিপ লিগ প্রিমিয়ার লিগে খেলার টিকিট পেয়েছে লিডস ইউনাইটেড, বার্নলি ও সান্ডারল্যান্ড।
লা লিগা
স্প্যানিশ লা লিগার ৯৫তম মৌসুমও শুরু হচ্ছে আজ রাতে। ৩৮ ম্যাচের এই লিগটিও শেষ হবে ২০২৬ সালের ২৪ মে। ২০২৫-২৬ মৌসুমে লা লিগায় খেলার যোগ্যতা অর্জন করেছে লেভান্তে, এলচে ও রিয়াল ওভেইদো। আজ রাত ১১টায় জিরোনা-ভায়েকানোর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্টটি।
ফরাসি লিগ ওয়ান
ফরাসি লিগ ওয়ানের ৮৮তম আসরের মাঠের লড়াইও আরম্ভ হচ্ছে আজ রাতে। চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) খেলা এই লিগে খেলবে ১৮টি ক্লাব। ম্যাচ হবে সব মিলিয়ে ৩৪টি। লিগের খেলা শেষ হবে ২০২৬ সালের ১৬ মে। ২০২৫-২৬ মৌসুমে ফ্রান্সের শীর্ষ ফুটবল লিগ টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে লরিয়েন্ত, প্যারিস এফসি ও মেটজ। প্রথম ম্যাচে রেঁনে মুখোমুখি হবে অলিম্পিক মার্সেইয়ের। ম্যাচ শুরু হবে রাত ১২টা ৪৫ মিনিটে।
জার্মান লিগ বুন্দেসলিগা শুরু হচ্ছে ২২ আগস্ট। আর ইতালিয়ান লিগ সেরি এ মাঠে গড়াবে ২৩ আগস্ট। আর চ্যাম্পিয়নস লিগ ১৬ সেপ্টেম্বর, ইউরোপা লিগ ২৪ সেপ্টেম্বর ও কনফারেন্স লিগের লড়াই আরম্ভ হবে ২ অক্টোবর।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৮ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে