আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উৎসবে শামিল ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার
উৎসবে শামিল ক্রিকেটাররা

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাদের দেখার জন্য থাকে ভিড়। সেই ক্রিকেটাররাই এবার সাধারণ দর্শকদের কাতারে। হামজা চৌধুরী, শমিত সোম আর ফাহমিদুল ইসলামদের খেলা দেখতে জাতীয় স্টেডিয়ামে ছিলেন ক্রিকেটাঙ্গনের তারকারাও। জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। এছাড়া সাবেক বিসিবি প্রধান ফারুক আহমেদকেও দেখা গেছে জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন ও দেশসেরা ওপেনার তামিম ইকবালও স্টেডিয়ামে বসে উপভোগ করেন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম। স্টেডিয়ামে উপস্থিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে সোহান লেখেন, ‘আমাদের ফুটবল দলকে উৎসাহ দিতে মাঠে।’ মাঠে উপস্থিত না থাকলেও ম্যাচ শুরুর আগে ফুটবল দলকে সমর্থন দিয়ে ইবাদত হোসেন লেখেন, ‘আজকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল দলকে শুভকামনা।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন