দাবার বিশ্বকাপে লড়বেন ওয়াদিফা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২২: ৩০

আগামী ৬ জুলাই থেকে জর্জিয়ার বাতুমি শহরে শুরু হবে ফিদে নারী বিশ্বকাপ কাপ-২০২৫। এই বিশ্বকাপে অংশ নিচ্ছেন বাংলাদেশের আন্তর্জাতিক নারী মাস্টার ওয়াদিফা আহমেদ।

গত মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়ান জোনাল ৩.২ দাবায় নারী গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেন তিনি। নকআউট পদ্ধতিতে মোট ১০৭ জন দাবাড়ু আসন্ন বিশ্বকাপে খেলবেন।

প্রথম রাউন্ডে ফ্রান্সের আন্তর্জাতিক মাস্টার ও নারী গ্র্যান্ড মাস্টার দাউলিতে-করনেটি দেইমানতের বিপক্ষে দুটি গেম খেলবেন ওয়াদিফা। দ্বিতীয় রাউন্ডে উঠার জন্য তাকে দুই খেলার একটিতে জয় এবং একটিতে ড্র করতে হবে।

বিষয়:

দাবা
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত