শারজাহতে প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপট দেখিয়েছিল নেপাল। মাঠের লড়াইয়ে আধিপত্য বিস্তার করে জয় দিয়েই শুরুটা রাঙিয়েছিল দক্ষিণ এশিয়ার দেশটি। সোমবার রাতে দ্বিতীয় ম্যাচেও প্রতাপ দেখাল নেপাল। ওয়েস্ট ইন্ডিজকে ধরাশায়ী করল ৯০ রানের বিশাল ব্যবধানে। দুর্বার এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে নেপাল। এক ম্যাচ হাতে রেখে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে এই প্রথম সিরিজ জিতে ইতিহাস গড়ল নেপাল। এবার তাদের লক্ষ্য উইন্ডিজকে হোয়াইটওয়াশ করা।
সংযুক্ত আরব আমিরাতের একই ভেন্যুতে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় নেপাল। আসিফ শেখ ৪৭ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন ৬৮* রানের হার না মানা দুরন্ত এক ইনিংস। সন্দীপ জোরা ৩৯ বলে ৩ বাউন্ডারি ও ৫ ছক্কায় যোগ করেন ৬৩ রান। দুজনের হাফসেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রানের পুঁজি গড়ে নেপাল।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে খুব বেশি দূর এগোতে পারেনি। ক্যারিবীয়দের ইনিংস গুটিয়ে যায় ৮৩ রানে। ২৪ রান খরচ করে নেপালের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন আদিল আলম। ১৬ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন কুশল ভুর্তেল।
সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানে জেতে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ১৪৮ রানের সংগ্রহ গড়েছিল নেপাল। জবাবে ৯ উইকেট খুইয়ে ১২৯ রানের বেশি তুলতে পারেনি ক্যারিবীয়রা।
এর আগে আটটি টি-টোয়েন্টি সিরিজ খেলে চারটি জিতে নিয়েছে নেপাল। সিরিজ হাতছাড়া করেছে তিনটি। বাকি একটি সিরিজ থেকে যায় অমীমাংসিত। তবে নেপাল এর আগে কখনো কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে খেলেনি।
সংক্ষিপ্ত স্কোর
নেপাল : ১৭৩/৬, ২০ ওভার (আসিফ ৬৮, জোরা ৬৩; আকিল ২/২১ ও মেয়ার্স ২/২৬)।
ওয়েস্ট ইন্ডিজ : ৮৩/১০, ১৭.১ ওভার (হোল্ডার ২১, আকিম ১৭, আমির ১৬; আলম ৪/২৪ ভুর্তেল ৩/১৬)।
ফল : ৯০ রানে জয়ী নেপাল।
ম্যাচসেরা : আসিফ শেখ।
সিরিজ : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে নেপাল

