মেসি-সুয়ারেজদের লিগে যাচ্ছেন মুলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১৫: ১৯

বায়ার্ন মিউনিখ অধ্যায় শেষে অবসরে যেতে পারেন থমাস মুলার- এমন আলোচনা উঠেছিল ফুটবলপাড়ায়। যদিও সে আলোচনা বাস্তবে রূপ নিচ্ছে না। ক্লাব ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মুলার। তার নতুন ঠিকানা হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ভ্যাঙ্কুভার। এই লিগে খেলছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, হুগো লরিস, রদ্রিগো ডি পলদের মতো তারকা ফুটবলাররা।

ইতোমধ্যে চুক্তির বিষয়ে ভ্যাঙ্কুভারের সঙ্গে একমতে পৌঁছেছেন মুলার। এখন বাকি কেবল আনুষ্ঠানিকতা। ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবলার। ইতালির দলবদল বিষয়ক খ্যাতনামা সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর পাশাপাশি বিষয়টি নিশ্চিত করেছে বিল্ড, গিভমি, স্কাই স্পোর্টসের মতো গণমাধ্যম।

বিজ্ঞাপন

বায়ার্নের সঙ্গে মুলারের চুক্তি ছিল গত ৩০ জুন পর্যন্ত। যদিও গত এপ্রিলেই বাভারিয়ান জায়ান্টরা জানায়, তারকা ফরোয়ার্ডের সঙ্গে আর কোনো নতুন চুক্তি করবে না তারা। সে ঘোষণার পরই বায়ার্ন ছাড়ার দিন গুনতে থাকেন মুলার।

২০০৮ সালে বায়ার্ন দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন মুলার। দীর্ঘ ১৭ বছরে জার্মান বুন্দেসলিগার ক্লাবটির হয়ে মাঠে নেমেছেন ৭৫৬ ম্যাচ। যেখানে জালের দেখা পেয়েছেন ২৫০ বার। ক্লাবটির হয়ে এর চেয়ে বেশি গোল করেছেন আর মাত্র দুইজন ফুটবলার।

ইউরোপের অন্যতম সেরা ক্লাবটির হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন মুলার। ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে বায়ার্নের হয়ে শেষ ম্যাচটি খেলেন তিনি। এবার নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত